জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই আদেশে নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের রমজান আলী, তাঁর ছেলে রঞ্জু, শাহীন ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল হান্নান। রায়ে খালাস প্রাপ্তরা হলেন একই গ্রামের জাহাঙ্গীর, আব্দুল আলীম এবং শাহাদত ওরফে শাহাদুল।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এনামুল হক বজরপুর গ্রামে তাঁর ভগ্নিপতির বাড়িতে পাওয়ার টিলার নিতে যান। রাতে ভগ্নিপতি আবু বকর ভাদসা বাজার পর্যন্ত এনামুল হককে এগিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যান। ওই রাতে এনামুল আর বাড়িতে ফেরেননি। পরের দিন ৬ ফেব্রুয়ারি আলু খেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে ৬ জনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। সাজাপ্রাপ্ত চারজন আসামির মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন।’

জয়পুরহাটে এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই আদেশে নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের রমজান আলী, তাঁর ছেলে রঞ্জু, শাহীন ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল হান্নান। রায়ে খালাস প্রাপ্তরা হলেন একই গ্রামের জাহাঙ্গীর, আব্দুল আলীম এবং শাহাদত ওরফে শাহাদুল।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এনামুল হক বজরপুর গ্রামে তাঁর ভগ্নিপতির বাড়িতে পাওয়ার টিলার নিতে যান। রাতে ভগ্নিপতি আবু বকর ভাদসা বাজার পর্যন্ত এনামুল হককে এগিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যান। ওই রাতে এনামুল আর বাড়িতে ফেরেননি। পরের দিন ৬ ফেব্রুয়ারি আলু খেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে ৬ জনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। সাজাপ্রাপ্ত চারজন আসামির মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৯ মিনিট আগে