বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জহুরুল ইসলাম। তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের বড় ভাইয়ের জামাতা। কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচারে নেমেছেন সাংসদের অপর দুই ভাই।
আগামী ২৮ নভেম্বর ফগুয়াড়দিয়াড় ইউপির নির্বাচন। গত শুক্রবার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। মনোনয়ন পেয়েছেন সাংসদের বড় ভাই শরিফুল ইসলামের জামাতা জহুরুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
তবে এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেছেন সাংসদের ছোট দুই ভাই সাইদুল ইসলাম ওরফে মুকুল ও জহুরুল ইসলাম ওরফে জাহেদুল। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কারও দলীয় পদ নেই।
দলীয় সূত্র জানিয়েছেন, বাগাতিপাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল এবং সাবেক সাংসদ আবুল কালাম আজাদ এই দুই ভাগে বিভক্ত।
এ বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন, রানৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই রাজনৈতিক সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এলাকার জনগণ তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সে জন্য তিনি এ বছর ঠিক করেছেন ইউপি চেয়ারম্যান নির্বাচন করবেন। তাই উপজেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে নির্বাচনী ফরম তুলেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তা জমাও দেবেন।
সাংসদের আরেক ভাই জহুরুল ইসলাম ওরফে জাহেদুল বলেন, ‘দীর্ঘদিন থেকে জনগণকে কথা দিয়ে আসছি নির্বাচন করব। তাই এখন আর কোনোভাবেই পিছপা হওয়ার সুযোগ নেই। মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন অফিসে জমাও দিয়েছি।’
দুই শ্বশুর নির্বাচনী লড়াইয়ে নামার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘দলীয়ভাবে মনোনয়ন পেয়েছি এবং নৌকা প্রতীকে নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে ফরমও তুলেছি। তাঁরা নৌকার মনোনয়ন চাননি। এখন শুনছি উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী ফরম তুলেছেন।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, গত সংসদ নির্বাচনে শহিদুল ইসলাম বকুলকে দল থেকে মনোনয়ন দেওয়া হলে সবাই মিলে তাঁকে জেতানো হয়েছে। কিন্তু কিছুদিন পর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দল থেকে উপজেলার সাধারণ সম্পাদক সেকেন্দার রহমানকে মনোনয়ন দিলে এমপি তাঁর আপন ভাইকে নৌকার বিরুদ্ধে ভোট করিয়ে জিতিয়েছেন। এখন আবার ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমপি তাঁর দুই ভাইকে নামিয়েছেন। এমপির এমন কর্মকাণ্ডে দল বিব্রত।
তবে সাংসদ শহিদুল ইসলাম বলেন, তিনি ঢাকায় আছেন। বিষয়টি নিয়ে ভাইদের সঙ্গে এখনো কথা হয়নি। তাঁরা যদি মনোনয়ন তুলেও থাকেন তাহলে তিনি বাড়ি ফিরে তাঁদের বুঝিয়ে তুলে নেওয়ার ব্যবস্থা করবেন।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জহুরুল ইসলাম। তিনি স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুলের বড় ভাইয়ের জামাতা। কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচারে নেমেছেন সাংসদের অপর দুই ভাই।
আগামী ২৮ নভেম্বর ফগুয়াড়দিয়াড় ইউপির নির্বাচন। গত শুক্রবার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। মনোনয়ন পেয়েছেন সাংসদের বড় ভাই শরিফুল ইসলামের জামাতা জহুরুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
তবে এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেছেন সাংসদের ছোট দুই ভাই সাইদুল ইসলাম ওরফে মুকুল ও জহুরুল ইসলাম ওরফে জাহেদুল। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কারও দলীয় পদ নেই।
দলীয় সূত্র জানিয়েছেন, বাগাতিপাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল এবং সাবেক সাংসদ আবুল কালাম আজাদ এই দুই ভাগে বিভক্ত।
এ বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন, রানৈতিক পরিবারের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই রাজনৈতিক সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এলাকার জনগণ তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। সে জন্য তিনি এ বছর ঠিক করেছেন ইউপি চেয়ারম্যান নির্বাচন করবেন। তাই উপজেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে নির্বাচনী ফরম তুলেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তা জমাও দেবেন।
সাংসদের আরেক ভাই জহুরুল ইসলাম ওরফে জাহেদুল বলেন, ‘দীর্ঘদিন থেকে জনগণকে কথা দিয়ে আসছি নির্বাচন করব। তাই এখন আর কোনোভাবেই পিছপা হওয়ার সুযোগ নেই। মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন অফিসে জমাও দিয়েছি।’
দুই শ্বশুর নির্বাচনী লড়াইয়ে নামার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘দলীয়ভাবে মনোনয়ন পেয়েছি এবং নৌকা প্রতীকে নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন অফিস থেকে ফরমও তুলেছি। তাঁরা নৌকার মনোনয়ন চাননি। এখন শুনছি উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী ফরম তুলেছেন।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, গত সংসদ নির্বাচনে শহিদুল ইসলাম বকুলকে দল থেকে মনোনয়ন দেওয়া হলে সবাই মিলে তাঁকে জেতানো হয়েছে। কিন্তু কিছুদিন পর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দল থেকে উপজেলার সাধারণ সম্পাদক সেকেন্দার রহমানকে মনোনয়ন দিলে এমপি তাঁর আপন ভাইকে নৌকার বিরুদ্ধে ভোট করিয়ে জিতিয়েছেন। এখন আবার ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমপি তাঁর দুই ভাইকে নামিয়েছেন। এমপির এমন কর্মকাণ্ডে দল বিব্রত।
তবে সাংসদ শহিদুল ইসলাম বলেন, তিনি ঢাকায় আছেন। বিষয়টি নিয়ে ভাইদের সঙ্গে এখনো কথা হয়নি। তাঁরা যদি মনোনয়ন তুলেও থাকেন তাহলে তিনি বাড়ি ফিরে তাঁদের বুঝিয়ে তুলে নেওয়ার ব্যবস্থা করবেন।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৫ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে