Ajker Patrika

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি

রাবি প্রতিনিধি  
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলসহ তিন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যায়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান দেন।

শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো—মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা বাতিল করা অথবা কোটা থাকলেও তা সর্বোচ্চ এক শতাংশে নামিয়ে আনা এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের বৈষম্যের মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি। কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে। তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি দেখতে চাই না।

স্মারকলিপিতে তাঁরা আরও উল্লেখ করেন, বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১ জন শিক্ষার্থী কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে একটি বড় অংশ অযৌক্তিক পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা। আমরা এই দুইটি অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানাই। গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার আবেদন ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফি কমানোও সময়ের দাবি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, বৈষম্যমূলক কোটা বাতিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। এই কোটার বিরুদ্ধেই আমরা আন্দোলন করেছি। তাই বিশ্ববিদ্যালয়ে সব প্রকার বৈষম্যমূলক কোটা বাতিল চেয়ে উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি। তিনি এ বিষয় একাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এই বিষয়গুলো ভর্তি কমিটি দেখে থাকে। ভর্তি কমিটিতে বিষয়টি আমি উত্থাপন করব। বিষয়গুলো পর্যালোচনার জন্য আলাদাভাবে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হবে। তাদের অনুসন্ধান এবং সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যাশা করছি আগের মতো আর এগুলো (কোটা) থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত