নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি বেগমকে (৫১) হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসায় চুরি করতে গিয়ে দেখে ফেলায় বিউটিকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই তরুণ।
গ্রেপ্তার তরুণের নাম ওমর ফারুক মৃদুল (২১)। তিনি হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা। নিহত বিউটি ছেলে আবদুল কাদেরের সঙ্গে বসবাস করতেন। ছেলের মোবাইল ব্যাংকিংয়ের দোকান আছে। যেদিন বিউটি হত্যার শিকার হন, সেদিন তাঁর আলমারি ভেঙে সাড়ে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটে। ছেলে কাদেরের ব্যবসায়িক কাজের টাকা ছিল এসব।
বিউটি হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মৃদুলকে শনাক্ত করে রাজশাহীর বোয়ালিয়া থানা-পুলিশ। পরে গতকাল সোমবার ভোরে বরিশালের মুলাদী থানার চরকালেকা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজশাহী এনে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, গত ১১ মার্চ রাতে বিউটির বাড়ি ফাঁকা দেখে মৃদুল দেয়াল টপকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় কাদেরের মা চলে আসায় মৃদুল খাটের নিচে লুকিয়ে পড়েন। এরপর কাদেরের মা ঘুমিয়ে পড়লে মৃদুল আলমারি খোলার চেষ্টা করেন। এই শব্দে কাদেরের মা জেগে উঠে পাইপ দিয়ে মৃদুলকে আঘাত করার চেষ্টা করেন। তখন মৃদুল তাঁকে ধাক্কা দিলে খাটের সঙ্গে লেগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর মৃদুল আলমারির তালা ভেঙে টাকা নিয়ে চলে যাওয়ার সময় দেখেন, কাদেরের মা তাকিয়ে আছেন। এ সময় তাঁর গলায় একটা কাপড় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।
রফিকুল আলম আরও জানান, আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করেছেন মৃদুল। আদালত ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। এরপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি বেগমকে (৫১) হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসায় চুরি করতে গিয়ে দেখে ফেলায় বিউটিকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই তরুণ।
গ্রেপ্তার তরুণের নাম ওমর ফারুক মৃদুল (২১)। তিনি হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা। নিহত বিউটি ছেলে আবদুল কাদেরের সঙ্গে বসবাস করতেন। ছেলের মোবাইল ব্যাংকিংয়ের দোকান আছে। যেদিন বিউটি হত্যার শিকার হন, সেদিন তাঁর আলমারি ভেঙে সাড়ে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটে। ছেলে কাদেরের ব্যবসায়িক কাজের টাকা ছিল এসব।
বিউটি হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মৃদুলকে শনাক্ত করে রাজশাহীর বোয়ালিয়া থানা-পুলিশ। পরে গতকাল সোমবার ভোরে বরিশালের মুলাদী থানার চরকালেকা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজশাহী এনে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, গত ১১ মার্চ রাতে বিউটির বাড়ি ফাঁকা দেখে মৃদুল দেয়াল টপকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় কাদেরের মা চলে আসায় মৃদুল খাটের নিচে লুকিয়ে পড়েন। এরপর কাদেরের মা ঘুমিয়ে পড়লে মৃদুল আলমারি খোলার চেষ্টা করেন। এই শব্দে কাদেরের মা জেগে উঠে পাইপ দিয়ে মৃদুলকে আঘাত করার চেষ্টা করেন। তখন মৃদুল তাঁকে ধাক্কা দিলে খাটের সঙ্গে লেগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর মৃদুল আলমারির তালা ভেঙে টাকা নিয়ে চলে যাওয়ার সময় দেখেন, কাদেরের মা তাকিয়ে আছেন। এ সময় তাঁর গলায় একটা কাপড় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।
রফিকুল আলম আরও জানান, আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করেছেন মৃদুল। আদালত ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। এরপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও একই উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
৩২ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৩৮ মিনিট আগে