সিরাজগঞ্জ প্রতিনিধি

তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সরকারি ঘোষণা অনুযায়ী সিরাজগঞ্জের সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (হাইস্কুল) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো (প্রাইমারি স্কুল) খোলা রাখা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষণা করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে কষ্ট হবে। শীতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
আফসার আলী আরও বলেন, সিরাজগঞ্জ শহরে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় আছে। এই দুই বিদ্যালয়ে দুই শিফটে ক্লাস হয়। বাকি স্কুলগুলোতে ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে ক্লাস শুরু হয়। সরকারি নির্দেশনার চিঠিতে বলা হয়েছে, ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রা নেমে এলে বিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে জেলার সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। যে কারণে বিদ্যালয় খোলা রাখা হয়েছে। এখন তো রোদের তেজ বেশি। স্কুলে আসতে ছাত্র-ছাত্রীদের সমস্যা হচ্ছে না। তাহলে বন্ধ রাখব কেন?’
এস এম আব্দুর রহমান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয় দেরিতে, সকাল ১০টায়। ততক্ষণে রোদ উঠে যায়। ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা হয় না। আমি এখন একটি স্কুলে এসেছি। এখানে দেখছি একটি কাপড় পরে ক্লাসে উপস্থিত হয়েছে অনেকে। গত সপ্তাহে সব স্কুল বন্ধ ছিল। স্কুল বন্ধ রাখলে পড়ালেখায় বিঘ্ন ঘটবে। যেহেতু সকাল ১০টায় তাপমাত্রা বাড়ে, তাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।’
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভোর ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকালে সিরাজগঞ্জ শহর ঘন কুয়াশায় ঢাকা ছিল। এ কারণে সড়ক-মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে।
বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ২৩ জানুয়ারি ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ জানুয়ারি ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৫ জানুয়ারি ১২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ জানুয়ারি ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, ২৭ জানুয়ারি ৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি, সকাল ৯টায় যা ছিল ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, তিন ঘণ্টা পর পর তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টা, সকাল ৯টা ও বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টা ও ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সরকারি ঘোষণা অনুযায়ী সিরাজগঞ্জের সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (হাইস্কুল) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো (প্রাইমারি স্কুল) খোলা রাখা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আফসার আলী উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষণা করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে কষ্ট হবে। শীতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
আফসার আলী আরও বলেন, সিরাজগঞ্জ শহরে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় আছে। এই দুই বিদ্যালয়ে দুই শিফটে ক্লাস হয়। বাকি স্কুলগুলোতে ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে ক্লাস শুরু হয়। সরকারি নির্দেশনার চিঠিতে বলা হয়েছে, ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রা নেমে এলে বিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে জেলার সব উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। যে কারণে বিদ্যালয় খোলা রাখা হয়েছে। এখন তো রোদের তেজ বেশি। স্কুলে আসতে ছাত্র-ছাত্রীদের সমস্যা হচ্ছে না। তাহলে বন্ধ রাখব কেন?’
এস এম আব্দুর রহমান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয় দেরিতে, সকাল ১০টায়। ততক্ষণে রোদ উঠে যায়। ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা হয় না। আমি এখন একটি স্কুলে এসেছি। এখানে দেখছি একটি কাপড় পরে ক্লাসে উপস্থিত হয়েছে অনেকে। গত সপ্তাহে সব স্কুল বন্ধ ছিল। স্কুল বন্ধ রাখলে পড়ালেখায় বিঘ্ন ঘটবে। যেহেতু সকাল ১০টায় তাপমাত্রা বাড়ে, তাই স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।’
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভোর ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকালে সিরাজগঞ্জ শহর ঘন কুয়াশায় ঢাকা ছিল। এ কারণে সড়ক-মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে।
বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ২৩ জানুয়ারি ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ জানুয়ারি ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৫ জানুয়ারি ১২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ জানুয়ারি ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, ২৭ জানুয়ারি ৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি, সকাল ৯টায় যা ছিল ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, তিন ঘণ্টা পর পর তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টা, সকাল ৯টা ও বেলা ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টা ও ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৯ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৯ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৭ মিনিট আগে