জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পৃথক দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—নওগাঁর ধামুইরহাট উপজেলার মৃত বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রামানিকের ছেলে মমিনুল প্রামানিক (৪৫) একই জেলার বিরামপুর উপজেলার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকার (২৮)। তাঁরা সকলেই জামিন নিয়ে পলাতক রয়েছেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা গেছে, ২০২২ সালের ২৮ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাড়ি গ্রামের কাঁচা রাস্তার ওপর ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র্যাব ক্যাম্পের এসআই শাহীনুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ওই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে ২০২০ সালের ৫ জুলাই জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় পাটের বস্তার ভেতরে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল প্রামাণিক ও সুজন সরকার নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন র্যাব। এ ঘটনায় ওই র্যাব ক্যাম্পের ডিএডি আজাদুল ইসলাম জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
এরপর মামলা দুটির দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাটে পৃথক দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—নওগাঁর ধামুইরহাট উপজেলার মৃত বাবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রামানিকের ছেলে মমিনুল প্রামানিক (৪৫) একই জেলার বিরামপুর উপজেলার ওয়াকিল সরকারের ছেলে সুজন সরকার (২৮)। তাঁরা সকলেই জামিন নিয়ে পলাতক রয়েছেন।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা গেছে, ২০২২ সালের ২৮ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাড়ি গ্রামের কাঁচা রাস্তার ওপর ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় র্যাব ক্যাম্পের এসআই শাহীনুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আনিছুর রহমান ওই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে ২০২০ সালের ৫ জুলাই জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় পাটের বস্তার ভেতরে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল প্রামাণিক ও সুজন সরকার নামে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন র্যাব। এ ঘটনায় ওই র্যাব ক্যাম্পের ডিএডি আজাদুল ইসলাম জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন।
এরপর মামলা দুটির দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
২ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৬ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে