Ajker Patrika

জমি নিয়ে বিরোধ, নওগাঁয় মাইক্রোবাসচালককে কুপিয়ে হত্যা

­­­নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৫: ৩৮
জমি নিয়ে বিরোধ, নওগাঁয় মাইক্রোবাসচালককে কুপিয়ে হত্যা
নওগাঁয় মাইক্রোবাসচালককে হত্যার খবরে বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে নজরুলের দ্বন্দ্ব চলছিল। নজরুলের লাগানো কয়েকটি আমগাছ কেটে ফেলা নিয়ে আজ সকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নান ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। তাতে রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যান।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মান্নান ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিত। তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে আমার ভাইকে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত