
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি ও আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নওগাঁ জেলা কমিটি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও সমিতির জেলা শাখার সভাপতি নাজমুল হাসান।
লিখিত বক্তব্যে নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে-স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে চতুর্থ গ্রেডের ওপর কোনো পদ নাই। অথচ অন্য ক্যাডার কর্মকর্তারা পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতি পাচ্ছেন। কিন্তু শিক্ষা ক্যাডারে পঞ্চম থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ নাই।’
অধ্যক্ষ নাজমুল হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সব ক্যাডারের জন্য সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের দিকনির্দেশনা দিলেও তা পালিত হয়নি। অন্য ক্যাডারদের মতো শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি না হওয়ায় অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পিছিয়ে আছেন। নতুন পদ সৃষ্টির প্রস্তাব আটকে আছে ৯ বছর।’
‘এ ছাড়া এক বছর আগের বেতন স্কেল অনুযায়ী চতুর্থ ও ষষ্ঠ গ্রেড প্রাপ্য কর্মকর্তাদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এসব বিষয়ে কোনো অগ্রগতি নেই’ উল্লেখ করে এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসব দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে এক দিনের কর্মবিরতি পালন করা হবে। এর পরও দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।
এ সময় সংগঠনের নওগাঁ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাইখুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে