Ajker Patrika

আগুনে পুড়ল প্রায় ১০ বিঘার পানের বরজ 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আগুনে পুড়ল প্রায় ১০ বিঘার পানের বরজ 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আগুন লেগে প্রায় ১০ বিঘার পানের বরজ পুড়ে গেছে। আজ রোববার বিকেল ৫টার দিকে গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে ১০ জন কৃষকের ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গোছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে।

ক্ষতিগ্রস্ত মনির উদ্দিনসহ একাধিক পানচাষি জানান, বিকেল ৫টার দিকে পানের বরজে হঠাৎ করে আগুন লাগে। পাশাপাশি বরজ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে প্রায় ১০ বিঘার মতো পানের বরজ পুড়ে যায়।

পুড়ে যাওয়া পানের বরজ। ছবি: আজকের পত্রিকাদুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাজশাহীতে টানা তাপপ্রবাহ চলে আসছে। এই কারণে আগুন ধরার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই আগুনে ১০ জন কৃষকের ক্ষতি হয়েছে।

তিনি জানান, স্থানীয়রা ওই মাঠে কাজ করছিলেন। তাঁরা দুপুরে বিশ্রাম নেওয়ার সময় ধূমপান করেছিলেন। সিগারেট বা বিড়ির আগুন থেকে পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

চোখের সামনে খামেনির অন্তরঙ্গ মহল ফাঁকা করে দিচ্ছে ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত