সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী ইউনিয়নে ঠুটিয়ার চর গ্রামে দুলাল মল্লিক হত্যা মামলার বাদী, সাক্ষীদের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে দুলাল মল্লিক হত্যা মামলার বাদী হোসেন মল্লিক অভিযোগ করেন, ‘আমার বাবাকে হত্যার ঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি। হত্যা মামলা থেকে আসামিরা নিজেদের বাঁচাতে আমাকেসহ ১৬৪ জনকে আসামি করে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার অভিযোগ সত্য নয়।’
তিন মামলার বাদীরা হলেন, দুলাল মল্লিক হত্যা মামলার ৩ নম্বর আসামি ফরহাদ ব্যাপারীর স্ত্রী রশিদা খাতুন, ৫ নম্বর আসামি শুকুর ব্যাপারীর স্ত্রী শিল্পী খাতুন ও ২৬ নম্বর আসামি রহম ব্যাপারীর স্ত্রী মমতা খাতুন।
একটি মামলার বাদী মমতা খাতুন বলেন, ‘মামলা কোনো দিন মিথ্যা হয় না। আমরা গ্রামে ঠুকতে পারি না। পলাতক আছি। আমাদের বাড়ি ঘরের কিছুই নাই বলে ফোন কেটে দেন।’
গত ৩ মার্চ শাহজাদপুর উপজেলা আমলি আদালতে মামলা তিনটি দায়ের করা হয়। মামলার অভিযোগের শুনানি শেষে বিচারক ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জুলহাজ উদ্দিন বলেন, তিনটি মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আমরা অভিযোগ তিনটি তদন্ত করছি। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করব।
মামলায় আসামিদের বিরুদ্ধে সরিষা, ধান, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র, গাভী, ষাঁড়, ভেড়া, মটর পাম্প লুটপটের অভিযোগ আনা হয়েছে। তিনটি মামলায় ১৬৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন, দুলাল মল্লিক হত্যা মামলার বাদী হোসেন মল্লিক, সাক্ষী জাহাঙ্গীর মল্লিক, বাবুল সরদার, খোকন সরদার সহ ১৬৪ জন।
তিনটি মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে গোলমাল থাকার কারনে আসামি পক্ষের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়। পুলিশের গ্রেপ্তারের ভয়ে হত্যা মামলার আসামিরা গ্রাম ছাড়া থাকা অবস্থায় তিন মামলার আসামিরা হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, শহাজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে চরের জমি নিয়ে ঠুটিয়া চর গ্রামের ইসলাম মল্লিক ও শুকুর ব্যাপারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমির সীমানাপ্রাচীর নির্ধারণ করার জন্য উভয় পক্ষ গত ২ মার্চ বিকেলে বৈঠকে বসে।
বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুলাল মল্লিক ধারাল ফালার আঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে হোসেন মল্লিক ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে