দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

বাড়ি থেকে বের হওয়ার আগে মা-বাবাকে বলেছিলেন বন্ধুর সঙ্গে যশোরে বেড়াতে যাচ্ছেন। কিন্তু সেখানে বেড়াতে না গিয়ে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন ফরহাদ মোল্লা (২১)। তাঁর প্রেমিকা আসতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষোভে সেখানে বিষপান করেন। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষপানে ফরহাদের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর দুই চাচা নাঈমুল ইসলাম ও রেজাউল করিম।
ফরহাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে। তাঁর বাবার নাম মোস্তাকিন মোল্লা। তিনি ধরমপুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এদিকে একমাত্র ছেলে ফরহাদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর মা-বাবা। ছেলে হারানোর শোকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
ফরহাদের চাচা নাঈমুল ইসলাম জানান, ফরহাদ যশোরের ঝিকরগাছা উপজেলার এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে সম্পর্ক করেছিলেন। ফরহাদের সঙ্গে রাজশাহীতে আসতে চেয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে ওই ছাত্রী তাঁদের সম্পর্ক প্রত্যাখ্যান করায় মানসিকভাবে ভেঙে পড়েন ফরহাদ। এরপর গতকাল ১০টার দিকে ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন তিনি।
ফরহাদের চাচা নাঈমুল বলেন, ‘ওই ছাত্রী সম্পর্ক প্রত্যাখ্যান করায় ফরহাদ বিষপান করে আত্মহত্যা করেছে।’
ফরহাদ যশোরের ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন বলে দাবি করে নাঈমুল আরও বলেন, ‘বিষপানের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
ফরহাদের আরেক চাচা ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মা-বাবাকে বন্ধুর সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় ফরহাদ। পরে যশোরের ঝিকরগাছা উপজেলায় গিয়ে আত্মহত্যা করে। আজ বুধবার বেলা তিনটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ফরহাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে।’

বাড়ি থেকে বের হওয়ার আগে মা-বাবাকে বলেছিলেন বন্ধুর সঙ্গে যশোরে বেড়াতে যাচ্ছেন। কিন্তু সেখানে বেড়াতে না গিয়ে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন ফরহাদ মোল্লা (২১)। তাঁর প্রেমিকা আসতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষোভে সেখানে বিষপান করেন। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষপানে ফরহাদের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর দুই চাচা নাঈমুল ইসলাম ও রেজাউল করিম।
ফরহাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে। তাঁর বাবার নাম মোস্তাকিন মোল্লা। তিনি ধরমপুর মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এদিকে একমাত্র ছেলে ফরহাদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর মা-বাবা। ছেলে হারানোর শোকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
ফরহাদের চাচা নাঈমুল ইসলাম জানান, ফরহাদ যশোরের ঝিকরগাছা উপজেলার এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে সম্পর্ক করেছিলেন। ফরহাদের সঙ্গে রাজশাহীতে আসতে চেয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে ওই ছাত্রী তাঁদের সম্পর্ক প্রত্যাখ্যান করায় মানসিকভাবে ভেঙে পড়েন ফরহাদ। এরপর গতকাল ১০টার দিকে ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন তিনি।
ফরহাদের চাচা নাঈমুল বলেন, ‘ওই ছাত্রী সম্পর্ক প্রত্যাখ্যান করায় ফরহাদ বিষপান করে আত্মহত্যা করেছে।’
ফরহাদ যশোরের ঝিকরগাছা ব্রিজের ওপর দাঁড়িয়ে বিষপান করেন বলে দাবি করে নাঈমুল আরও বলেন, ‘বিষপানের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
ফরহাদের আরেক চাচা ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মা-বাবাকে বন্ধুর সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় ফরহাদ। পরে যশোরের ঝিকরগাছা উপজেলায় গিয়ে আত্মহত্যা করে। আজ বুধবার বেলা তিনটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ফরহাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর লাশ দাফনের প্রস্তুতি চলছে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে