Ajker Patrika

ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে অস্ত্রের মহড়া: অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ১২ জুন ২০২৫, ১৭: ৫৭
ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে অস্ত্রের মহড়া: অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে বালুমহালের দখলদারি নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। আজ বৃহস্পতিবার ঈশ্বরদী থানা-পুলিশের এক ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঈশ্বরদীর পদ্মাবতী এলাকায় প্রকাশে গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর ও অবৈধ অস্ত্রের মহড়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী বুধবার (১১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট ও নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। এরা হামলা ও গুলিবর্ষণ ঘটনায় জড়িত বলে দাবি করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আলী (৩৫), মো. সোনারুল (২৬), হবি মণ্ডল (২৬), সাগর প্রামাণিক (২৭), সোহেল প্রামাণিক (২৮) ও মিরাজ প্রামাণিক (২৪)। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এঁদের কারাগারে পাঠানো হয়।

ব্রিফিংয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট, পদ্মা নদী ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।

এই নিয়ে গত ২২ মে গোলাগুলিতে স্থানীয় ছয়জন গুলিবিদ্ধ হয়, থানায় মামলা হয়। ৫ জুন আবারও প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনা ঘটে এবং মামলা করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটে। এ অবস্থায় পুলিশ সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নেয়। এতে আরও বলা হয়, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পদ্মায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুন নূর ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি আব্দুন নূর আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় সাঁড়ার ৫ নম্বর ঘাটে রাখা বালুবোঝাই বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে প্রথমে একটি সচল ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ এবং পরে সাঁড়ার পানি হাটের কাছে ট্রলারের ছাউনির ভেতরে তোশকের নিচ থেকে একটি সচল ক্যালিবার ও চারটি গুলি উদ্ধার হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত