
রাজশাহীর চারঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ২১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত তাঁরা আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন।
এর আগে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাইবাছাইয়ের পর ২৮ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউপিতে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নিমপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী ও জেলা যুবলীগের নেতা কামাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শলুয়া ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নয়ন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ইউসুফপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব করিম জুয়েল তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া বাকি দুই ইউনিয়ন সরদহ ও চারঘাট সদরে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
এদিকে ছয় ইউপিতে সাধারণ সদস্য পদে ২৩৬ জনের মনোনয়ন বৈধতা পেলেও শেষ দিনে ১৪ জন তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে আবু বক্কর সিদ্দীক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে ভোট গ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে