নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচন কমিশনার (ইসি) সেজে রাজশাহী সিটি নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টা করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুঁটিবিলা গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ শনিবার দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি জানান, গত ৮ জুন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী ও আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থী আরমান আলীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন গিয়াস। তিনি নিজেকে ইসি ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খান বলে পরিচয় দেন।
গিয়াসের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইসি আহসানের ছবিও ব্যবহার করা ছিল। তিনি কাউন্সিলর প্রার্থী আরমানের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেন। তাঁর কথামতো কাজ না করলে নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে পরাজিত করার ভয় দেখান। আরমান প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
এ ছাড়া কাউন্সিলর প্রার্থী আরমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা ওই দিন নগরীর বোয়ালিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ প্রতারক চক্রকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে গিয়াস নিজের অবস্থান পরিবর্তন করে যাচ্ছিলেন। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, গ্রেপ্তার গিয়াস সংঘবদ্ধ প্রতারকচক্রের মূল হোতা। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই তিনটি মামলা আছে। প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টায় তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্বাচন কমিশনার (ইসি) সেজে রাজশাহী সিটি নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টা করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুঁটিবিলা গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ শনিবার দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি জানান, গত ৮ জুন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী ও আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থী আরমান আলীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন গিয়াস। তিনি নিজেকে ইসি ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খান বলে পরিচয় দেন।
গিয়াসের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ইসি আহসানের ছবিও ব্যবহার করা ছিল। তিনি কাউন্সিলর প্রার্থী আরমানের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেন। তাঁর কথামতো কাজ না করলে নির্বাচনের ফল পাল্টে দিয়ে তাঁকে পরাজিত করার ভয় দেখান। আরমান প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
এ ছাড়া কাউন্সিলর প্রার্থী আরমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা ওই দিন নগরীর বোয়ালিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ প্রতারক চক্রকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে গিয়াস নিজের অবস্থান পরিবর্তন করে যাচ্ছিলেন। অবশেষে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, গ্রেপ্তার গিয়াস সংঘবদ্ধ প্রতারকচক্রের মূল হোতা। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই তিনটি মামলা আছে। প্রার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টায় তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২২ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৪ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে