নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৬ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে