নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারে নামা প্রার্থীদের ব্যানার-ফেস্টুন সরাতে অভিযান শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) সহযোগিতায় রাসিকের কর্মীরা আজ বুধবার থেকে শহরজুড়ে এ অভিযান শুরু করেছে।
রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণে অভিযান শুরু হয়েছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।
আগামী ২১ জুন রাসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে প্রতীক দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে প্রতীক যুক্ত করে প্রচারণা করেন, যা আচরণবিধি লঙ্ঘন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহীসহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন শুভেচ্ছা বার্তাসহ নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন দেখা যায়। অবশেষে এসবের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৭ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে