সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল লিমা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তাঁর সঙ্গে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে ৭ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক পুকুরের মাছ মারার (লুট) অভিযোগে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে আফসার আলী, আমিনুর রহমান টুটুলসহ ৫ আসামিকে অব্যাহিত দেয় পুলিশ। পরে পুলিশের করা প্রতিবেদনের ওপর নারাজি দেয় বাদীপক্ষ। ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।
মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, ‘মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘বাদীর অভিযোগ সত্য নয়, ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তা-ই দিয়েছি।’

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি মামলার বাদী রাশিদা সুলতানার আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মুন্সিখানার দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল লিমা বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। পুলিশ সুপার স্যার ছুটিতে আছেন। তাঁর সঙ্গে পরামর্শ করে মামলাটি তদন্ত করার জন্য এক সাব-ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে ৭ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক পুকুরের মাছ মারার (লুট) অভিযোগে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতী গ্রামের রাশিদা সুলতানা বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে আফসার আলী, আমিনুর রহমান টুটুলসহ ৫ আসামিকে অব্যাহিত দেয় পুলিশ। পরে পুলিশের করা প্রতিবেদনের ওপর নারাজি দেয় বাদীপক্ষ। ১৩ জানুয়ারি মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়।
মামলায় তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, ‘মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘বাদীর অভিযোগ সত্য নয়, ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তা-ই দিয়েছি।’

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৭ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
৪৩ মিনিট আগে