নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ নভেম্বর। রাবি ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৯০ জন পদপ্রত্যাশী তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আর রুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৪৭ জন।
রাবির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদি হাসান তাপস এবং রুয়েটের বিষয়টি নিশ্চিত করেছেন উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয়। তবে কোনো পদের জন্য কতটি জীবনবৃত্তান্ত জমা হয়েছে সেটি জানানো হয়নি।
গতকাল শনিবার রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রলীগের প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। এগুলো জমা নেন রাবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি ও আহসান হাবীব বাপ্পী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা, বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এদিকে রুয়েটের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় কমিটির উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয় ও উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবিব আহসান।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট শাখার বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর বিকেলে রাবি শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ নভেম্বর। রাবি ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৯০ জন পদপ্রত্যাশী তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আর রুয়েট ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ৪৭ জন।
রাবির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদি হাসান তাপস এবং রুয়েটের বিষয়টি নিশ্চিত করেছেন উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয়। তবে কোনো পদের জন্য কতটি জীবনবৃত্তান্ত জমা হয়েছে সেটি জানানো হয়নি।
গতকাল শনিবার রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রলীগের প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। এগুলো জমা নেন রাবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বান্টি ও আহসান হাবীব বাপ্পী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা, বর্তমান কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
এদিকে রুয়েটের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় কমিটির উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয় ও উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবিব আহসান।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট শাখার বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ অক্টোবর বিকেলে রাবি শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয়।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
৩০ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে