নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে রাখালদের মারধর করেছে। একপর্যায়ে রাখালদের প্রতিরোধের মুখে তাঁরা দুটি রাইফেল ফেলে পালিয়ে যায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের এ ঘটনায় তিন বাংলাদেশি রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল আজকের পত্রিকাকে বলেন, গোদাগাড়ীর মোল্লাপাড়া ও খরচাকাসহ আশপাশের গ্রামের রাখালেরা পদ্মা নদীর সীমান্তবর্তী নির্মল চরে মহিষ চড়াতে যান। গতকাল রোববার দুপুরে দুই বিএসএফ সদস্য ভারতীয় দুই নাগরিককে সঙ্গে নিয়ে এসে বাংলাদেশে ঢুকে রাখালদের মহিষ চড়াতে বাধা দেন। তর্কাতর্কির একপর্যায়ে বিএসএফ জওয়ানেরা রাইফেল দিয়ে এক রাখালের মাথা ফাটিয়ে দেন। তাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বেলাল উদ্দিন আরও বলেন, ‘আরও প্রায় ৮-১০ জন রাখাল প্রতিরোধ করতে যান, তারা বিএসএফ জওয়ানদের রাইফেল কেড়ে নেন। দুপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে; তিন রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ জওয়ানেরা রাইফেল ফেলেই পালিয়ে যান।’
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফ জওয়ানেরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েন। রাখালদের প্রতিরোধের মুখে তারা অস্ত্র ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চরে গিয়ে রাখালদের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে। পরে বিকেলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফের অস্ত্র দুটি ফেরত দিয়েছে।’
এ ঘটনায় বিজিবি বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান বিজিবির এ অধিনায়ক।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একদল সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে রাখালদের মারধর করেছে। একপর্যায়ে রাখালদের প্রতিরোধের মুখে তাঁরা দুটি রাইফেল ফেলে পালিয়ে যায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের এ ঘটনায় তিন বাংলাদেশি রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান।
গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল আজকের পত্রিকাকে বলেন, গোদাগাড়ীর মোল্লাপাড়া ও খরচাকাসহ আশপাশের গ্রামের রাখালেরা পদ্মা নদীর সীমান্তবর্তী নির্মল চরে মহিষ চড়াতে যান। গতকাল রোববার দুপুরে দুই বিএসএফ সদস্য ভারতীয় দুই নাগরিককে সঙ্গে নিয়ে এসে বাংলাদেশে ঢুকে রাখালদের মহিষ চড়াতে বাধা দেন। তর্কাতর্কির একপর্যায়ে বিএসএফ জওয়ানেরা রাইফেল দিয়ে এক রাখালের মাথা ফাটিয়ে দেন। তাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বেলাল উদ্দিন আরও বলেন, ‘আরও প্রায় ৮-১০ জন রাখাল প্রতিরোধ করতে যান, তারা বিএসএফ জওয়ানদের রাইফেল কেড়ে নেন। দুপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে; তিন রাখাল ও দুই বিএসএফ জওয়ান আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ জওয়ানেরা রাইফেল ফেলেই পালিয়ে যান।’
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফ জওয়ানেরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েন। রাখালদের প্রতিরোধের মুখে তারা অস্ত্র ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চরে গিয়ে রাখালদের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে। পরে বিকেলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফের অস্ত্র দুটি ফেরত দিয়েছে।’
এ ঘটনায় বিজিবি বিএসএফকে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান বিজিবির এ অধিনায়ক।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে