আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।
ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’
গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।
ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’
গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে