রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর ভাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। গতকাল রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত চকপাড়া এলাকার একটি মেস থেকে তাঁদেরকে উঠিয়ে নেওয়া হয়।
তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
তুলে নিয়ে যাওয়া দুই শিক্ষার্থী হলেন, মো. রেজোয়ান ইসলাম রিজু এবং শাকিব শুভ। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, ছাপচিত্র ও প্রাচ্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা চকপাড়ার ওই মেসে একই রুমে থাকতেন। রেজোয়ানের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে এবং শাকিবের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
এ বিষয়ে রেজোয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, ‘গত পরশুদিন (শনিবার) আমি রাজশাহীতে আসছি। রাতে আমি ওদের সঙ্গেই ছিলাম। কিন্তু গতকাল (রোববার) সকাল সাড়ে ৭ টার দিকে ঘুম ভাঙার পর দেখি সাদা পোশাকে ৪-৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে রিজু ও শাকিবকে জেরা করতেছে। তখন তাদের সঙ্গে আটক অবস্থায় আরও দুজন ছিল। তাদের মধ্যে একজন রবিন। তারা বলতেছে, ‘‘রবিনের সঙ্গে তাঁদের (রাবির ২ শিক্ষার্থী) যোগাযোগ কীভাবে!’’ কিছুক্ষণ জেরা করার পর তারা শাকিব ও রিজুকে তুলে নিয়ে যায়। আমি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাননি। তখন তারা আমার মোবাইল নম্বর নিয়ে বলেন, ‘‘প্রয়োজনে যোগাযোগ করব।’’
তিনি আরও বলেন, ‘পরে আমি নিকটস্থ চন্দ্রিমা থানায় যোগাযোগ করলে তারা র্যাব অফিসে খোঁজ নিতে বলে। আমি র্যাব অফিসে গেলে তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। তখন আমি বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করি। তিনিও জিডি করতে বলেন। তখন আমি চন্দ্রিমা থানা ও মতিহার থানায় গেলেও তারা জিডি গ্রহণ করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাদেরকে নিয়ে গেছে। তবে এ বিষয়ে আরএমপির মিডিয়া উইং রফিকুল আলম আরও বেশি তথ্য দিতে পারবেন।’ এ সময় জিডি গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে কী অভিযোগ রয়েছে তা আমি জানি না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীর ভাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। গতকাল রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানার অন্তর্গত চকপাড়া এলাকার একটি মেস থেকে তাঁদেরকে উঠিয়ে নেওয়া হয়।
তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
তুলে নিয়ে যাওয়া দুই শিক্ষার্থী হলেন, মো. রেজোয়ান ইসলাম রিজু এবং শাকিব শুভ। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, ছাপচিত্র ও প্রাচ্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা চকপাড়ার ওই মেসে একই রুমে থাকতেন। রেজোয়ানের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে এবং শাকিবের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
এ বিষয়ে রেজোয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, ‘গত পরশুদিন (শনিবার) আমি রাজশাহীতে আসছি। রাতে আমি ওদের সঙ্গেই ছিলাম। কিন্তু গতকাল (রোববার) সকাল সাড়ে ৭ টার দিকে ঘুম ভাঙার পর দেখি সাদা পোশাকে ৪-৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে রিজু ও শাকিবকে জেরা করতেছে। তখন তাদের সঙ্গে আটক অবস্থায় আরও দুজন ছিল। তাদের মধ্যে একজন রবিন। তারা বলতেছে, ‘‘রবিনের সঙ্গে তাঁদের (রাবির ২ শিক্ষার্থী) যোগাযোগ কীভাবে!’’ কিছুক্ষণ জেরা করার পর তারা শাকিব ও রিজুকে তুলে নিয়ে যায়। আমি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাননি। তখন তারা আমার মোবাইল নম্বর নিয়ে বলেন, ‘‘প্রয়োজনে যোগাযোগ করব।’’
তিনি আরও বলেন, ‘পরে আমি নিকটস্থ চন্দ্রিমা থানায় যোগাযোগ করলে তারা র্যাব অফিসে খোঁজ নিতে বলে। আমি র্যাব অফিসে গেলে তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলেন। তখন আমি বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করি। তিনিও জিডি করতে বলেন। তখন আমি চন্দ্রিমা থানা ও মতিহার থানায় গেলেও তারা জিডি গ্রহণ করেনি।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাদেরকে নিয়ে গেছে। তবে এ বিষয়ে আরএমপির মিডিয়া উইং রফিকুল আলম আরও বেশি তথ্য দিতে পারবেন।’ এ সময় জিডি গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এবং তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তবে কী অভিযোগ রয়েছে তা আমি জানি না।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে