ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে