পাবনা প্রতিনিধি

পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি নেতার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোলের সৃষ্টি হয়।
আজ বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শুরুতেই তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ করে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বক্তব্য শেষ না করে নেমে যান মাসুদ খন্দকার। তখন অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়।
ওই সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির নেতা মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠান চলছিল। এ সময় পতিত সরকারের কিছু দোসর ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল। ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করার ষড়যন্ত্র করছিল। পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়।’
পাবনা জেলা প্রশাসক বলেন, ‘আমি এ বিষয়ে ক্লিয়ারভাবে বলতে পারছি না। তবে বিএনপির কোনো একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন, এ সময় তাঁর বক্তব্যের একটা অংশে কয়েকজন লোক তাঁকে বলেন যে আপনি এই বক্তব্য দিতে পারেন না। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে।’

পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি নেতার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোলের সৃষ্টি হয়।
আজ বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শুরুতেই তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ করে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বক্তব্য শেষ না করে নেমে যান মাসুদ খন্দকার। তখন অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়।
ওই সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির নেতা মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠান চলছিল। এ সময় পতিত সরকারের কিছু দোসর ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল। ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করার ষড়যন্ত্র করছিল। পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়।’
পাবনা জেলা প্রশাসক বলেন, ‘আমি এ বিষয়ে ক্লিয়ারভাবে বলতে পারছি না। তবে বিএনপির কোনো একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন, এ সময় তাঁর বক্তব্যের একটা অংশে কয়েকজন লোক তাঁকে বলেন যে আপনি এই বক্তব্য দিতে পারেন না। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৭ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৯ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১১ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে