সিরাজগঞ্জ প্রতিনিধি

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এর ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখায় ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল বলেন, আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেলছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এর ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখায় ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল বলেন, আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেলছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে