সিরাজগঞ্জ প্রতিনিধি

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এর ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখায় ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল বলেন, আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেলছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বিল্লাল হোসাইন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরেই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে ঘরে আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। এ সময় পড়ে থাকা একটি পিস্তল জব্দ করে পুলিশ। এ ছাড়া তাঁর ব্যাগটিও জব্দ করা হয়। এর ভেতরে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বর্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখায় ডিবি পুলিশ বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল বলেন, আজ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে শিক্ষক রায়হান শরীফ সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
আরও পড়ুন:
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেলছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে