নওগাঁ প্রতিনিধি

চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর দাবিতে নওগাঁয় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকালে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হতো। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা কেনার সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েছেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান–সংবলিত প্লাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক সোহেল রানা বলেন, দিনভর রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে বাজারে টিকে থাকা কঠিন। ওএমএস থেকে চাল-আটা কিনে কোনোভাবে দিন কাটত। কিন্তু এখন সেটা বন্ধ। পেটের ক্ষুধায় আমাদের এখানে আসতে হয়েছে।
ইঁদুর বটতলী এলাকার মানোয়ারা বেগম বলেন, ‘বৃদ্ধ বয়সে ফল বিক্রি করে যে আয় করি, তা দিয়ে বাজারের চাল কেনা সম্ভব নয়। ওএমএস বন্ধ থাকায় আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।’
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বিক্ষোভকারীদের দাবি জেলা ওএমএস কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করার কারণে বেশির ভাগ ওএমএস কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজন হলে কেন্দ্রগুলো আবার চালু করা হবে।
বিক্ষোভ শেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর দাবিতে নওগাঁয় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকালে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হতো। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা কেনার সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েছেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান–সংবলিত প্লাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক সোহেল রানা বলেন, দিনভর রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে বাজারে টিকে থাকা কঠিন। ওএমএস থেকে চাল-আটা কিনে কোনোভাবে দিন কাটত। কিন্তু এখন সেটা বন্ধ। পেটের ক্ষুধায় আমাদের এখানে আসতে হয়েছে।
ইঁদুর বটতলী এলাকার মানোয়ারা বেগম বলেন, ‘বৃদ্ধ বয়সে ফল বিক্রি করে যে আয় করি, তা দিয়ে বাজারের চাল কেনা সম্ভব নয়। ওএমএস বন্ধ থাকায় আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।’
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বিক্ষোভকারীদের দাবি জেলা ওএমএস কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করার কারণে বেশির ভাগ ওএমএস কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজন হলে কেন্দ্রগুলো আবার চালু করা হবে।
বিক্ষোভ শেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে