শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে সালিসে ডেকে নিয়ে মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার নিহতের পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম মো. আবুল হোসেন (৫৫)। তিনি উপজেলার বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা বলছে, প্রতিবেশী এক নারীকে (৪৫) উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ডেকে নিয়ে আসা হয়। এরপর বিচার চলাকালীন ওই নারীর ছেলে তাঁকে মারধর করেন। এরপর আবুল হোসেনকে বাড়ি নেওয়া হলে তিনি মারা যান।
মৃত আবুল হোসেনের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের কাছে নিয়ে যায়। আমিও তাঁর সাথে সাথে যাই। গিয়ে দেখি সালিস বসছে। সেখানে গ্রামের মাতব্বরেরা ছিল। সালিসে মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করে। মনোয়ারা ও তাঁর স্বামী বাদশা মিয়াও আমার স্বামীকে মারপিট করছে।’
তিনি আরও বলেন, ‘পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসি। উনি বুকের ব্যথায় কাতরাতে থাকেন। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান। তাঁরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।’
এ ঘটনায় অভিযুক্তেরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ (বুধবার) সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জেনেছি।’

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে সালিসে ডেকে নিয়ে মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার নিহতের পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম মো. আবুল হোসেন (৫৫)। তিনি উপজেলার বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা বলছে, প্রতিবেশী এক নারীকে (৪৫) উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ডেকে নিয়ে আসা হয়। এরপর বিচার চলাকালীন ওই নারীর ছেলে তাঁকে মারধর করেন। এরপর আবুল হোসেনকে বাড়ি নেওয়া হলে তিনি মারা যান।
মৃত আবুল হোসেনের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের কাছে নিয়ে যায়। আমিও তাঁর সাথে সাথে যাই। গিয়ে দেখি সালিস বসছে। সেখানে গ্রামের মাতব্বরেরা ছিল। সালিসে মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করে। মনোয়ারা ও তাঁর স্বামী বাদশা মিয়াও আমার স্বামীকে মারপিট করছে।’
তিনি আরও বলেন, ‘পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসি। উনি বুকের ব্যথায় কাতরাতে থাকেন। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান। তাঁরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।’
এ ঘটনায় অভিযুক্তেরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ (বুধবার) সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জেনেছি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে