শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে সালিসে ডেকে নিয়ে মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার নিহতের পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম মো. আবুল হোসেন (৫৫)। তিনি উপজেলার বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা বলছে, প্রতিবেশী এক নারীকে (৪৫) উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ডেকে নিয়ে আসা হয়। এরপর বিচার চলাকালীন ওই নারীর ছেলে তাঁকে মারধর করেন। এরপর আবুল হোসেনকে বাড়ি নেওয়া হলে তিনি মারা যান।
মৃত আবুল হোসেনের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের কাছে নিয়ে যায়। আমিও তাঁর সাথে সাথে যাই। গিয়ে দেখি সালিস বসছে। সেখানে গ্রামের মাতব্বরেরা ছিল। সালিসে মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করে। মনোয়ারা ও তাঁর স্বামী বাদশা মিয়াও আমার স্বামীকে মারপিট করছে।’
তিনি আরও বলেন, ‘পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসি। উনি বুকের ব্যথায় কাতরাতে থাকেন। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান। তাঁরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।’
এ ঘটনায় অভিযুক্তেরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ (বুধবার) সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জেনেছি।’

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে সালিসে ডেকে নিয়ে মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার নিহতের পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম মো. আবুল হোসেন (৫৫)। তিনি উপজেলার বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা বলছে, প্রতিবেশী এক নারীকে (৪৫) উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ডেকে নিয়ে আসা হয়। এরপর বিচার চলাকালীন ওই নারীর ছেলে তাঁকে মারধর করেন। এরপর আবুল হোসেনকে বাড়ি নেওয়া হলে তিনি মারা যান।
মৃত আবুল হোসেনের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের কাছে নিয়ে যায়। আমিও তাঁর সাথে সাথে যাই। গিয়ে দেখি সালিস বসছে। সেখানে গ্রামের মাতব্বরেরা ছিল। সালিসে মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করে। মনোয়ারা ও তাঁর স্বামী বাদশা মিয়াও আমার স্বামীকে মারপিট করছে।’
তিনি আরও বলেন, ‘পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসি। উনি বুকের ব্যথায় কাতরাতে থাকেন। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান। তাঁরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।’
এ ঘটনায় অভিযুক্তেরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ (বুধবার) সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জেনেছি।’

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে