নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আওয়ামী সরকারের পতনের একদফা দাবিতে আন্দোলনে গিয়ে নিহত আলী রায়হানের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে তিনি আলী রায়হানের কবর জিয়ারত করেন।
শিবির সভাপতি এ সময় আলী রায়হানের পরিবারের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ছাত্রশিবির সব সময় যেকোনো সংস্কারের পক্ষে। ইসলামী ছাত্রশিবির এমন একটি কল্যাণকর রাষ্ট্র কামনা করে, যেটা সবার জন্য আদর্শ রাষ্ট্র হবে। ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে এ সবই প্রতিফলিত হয়।’
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘শহীদ পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। শহীদদের পরিবার নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে, যেগুলো এই মুহূর্তে প্রচার করতে চাইছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে যাঁরা আহত, পঙ্গুত্ব বরণ এবং শহীদ হয়েছেন, তাঁদের পরিবারকে সব সময় সব ধরনের সহায়তা প্রদান আমাদের অব্যাহত আছে।’
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি সিফাত উল আলম, সেক্রেটারি মোহা. শামীম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মোহাইমিন, সেক্রেটারি রোহান কবির, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ফয়সাল, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল হোসেন, সেক্রেটারি আব্দুর রব, নাটোর জেলা শাখার সভাপতি আফতাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে আহত হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাজশাহীতে আওয়ামী সরকারের পতনের একদফা দাবিতে আন্দোলনে গিয়ে নিহত আলী রায়হানের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে তিনি আলী রায়হানের কবর জিয়ারত করেন।
শিবির সভাপতি এ সময় আলী রায়হানের পরিবারের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ছাত্রশিবির সব সময় যেকোনো সংস্কারের পক্ষে। ইসলামী ছাত্রশিবির এমন একটি কল্যাণকর রাষ্ট্র কামনা করে, যেটা সবার জন্য আদর্শ রাষ্ট্র হবে। ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে এ সবই প্রতিফলিত হয়।’
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘শহীদ পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। শহীদদের পরিবার নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে, যেগুলো এই মুহূর্তে প্রচার করতে চাইছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে যাঁরা আহত, পঙ্গুত্ব বরণ এবং শহীদ হয়েছেন, তাঁদের পরিবারকে সব সময় সব ধরনের সহায়তা প্রদান আমাদের অব্যাহত আছে।’
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি সিফাত উল আলম, সেক্রেটারি মোহা. শামীম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মোহাইমিন, সেক্রেটারি রোহান কবির, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ফয়সাল, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল হোসেন, সেক্রেটারি আব্দুর রব, নাটোর জেলা শাখার সভাপতি আফতাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে আহত হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৮ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৬ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে