রাজশাহীর পবা উপজেলার নওহাটায় দিনব্যাপী ‘মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। এ খেলার ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে বিদিরপুর একাদশ ও রানার্সআপ আপ হয়েছে পিল্লাপাড়া একাদশ। আজ শুক্রবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ ও নওহাটা পৌর আ. লীগের সভাপতি মো. আজিজুল হক, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র ২ দিদার হোসেন ভুলু, নওহাটা পৌর আ. লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম আশরাফ প্রমুখ।
উল্লেখ্য, ‘মহানন্দখালী নিউ টিম’ এর আয়োজনে ও নওহাটা পৌর যুবলীগের সদস্য মো. তাজিম আলী মিলনের সহযোগিতায় দিনব্যাপী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে