নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকারই সফল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির এ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশের মঞ্চে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, ‘সবকিছু বন্ধ করে তিন ঘণ্টার সমাবেশকে তিন দিনের মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। সরকারকে অভিনন্দন জানাই। এই সরকারের যে উপদেষ্টা, তার মাথার মধ্যে কোনো ঘিলু নাই। তিন দিনের ধর্মঘট দিয়েছে, আমাদের সমাবেশের কোনো প্রচার করা লাগেনি। সাংবাদিক ভাইয়েরা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন মহাসমাবেশ হবে। এই প্রচার সরকারই করে দিয়েছে।’

দুলু অভিযোগ করেন, ‘সমাবেশের আগে এই সরকার শুধু গায়েবি মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা আজকের অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্য যেন লাইভ দেখানো না যায় এ জন্য ভোর থেকে ইন্টারনেটের প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। যতই বাধা দেওয়া হোক না কেন, ১০ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে লাল কার্ড দেখাতে চাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, খেলা হবে। তাঁকে বলতে চাই, অবশ্যই খেলা হবে। কিন্তু রেফারি কে হবে? এটা আগে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ। লাইন্সম্যান হবে নিরপেক্ষ। কোন মাঠে খেলা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খেলা কোন মাঠে হবে? পুলিশ রেখে আসেন। র্যাব, বিজিবি রেখে আসেন। খেলা হবে। আমাদের টিমের ক্যাপ্টেন কে জানেন? তারেক রহমান। খেলা হবে। সমতল মাঠে খেলা হবে। ঘোষণা দেন, আমরা সব সময় প্রস্তুত আছি।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা।

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকারই সফল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির এ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশের মঞ্চে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, ‘সবকিছু বন্ধ করে তিন ঘণ্টার সমাবেশকে তিন দিনের মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। সরকারকে অভিনন্দন জানাই। এই সরকারের যে উপদেষ্টা, তার মাথার মধ্যে কোনো ঘিলু নাই। তিন দিনের ধর্মঘট দিয়েছে, আমাদের সমাবেশের কোনো প্রচার করা লাগেনি। সাংবাদিক ভাইয়েরা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন মহাসমাবেশ হবে। এই প্রচার সরকারই করে দিয়েছে।’

দুলু অভিযোগ করেন, ‘সমাবেশের আগে এই সরকার শুধু গায়েবি মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা আজকের অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্য যেন লাইভ দেখানো না যায় এ জন্য ভোর থেকে ইন্টারনেটের প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। যতই বাধা দেওয়া হোক না কেন, ১০ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে লাল কার্ড দেখাতে চাই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, খেলা হবে। তাঁকে বলতে চাই, অবশ্যই খেলা হবে। কিন্তু রেফারি কে হবে? এটা আগে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ। লাইন্সম্যান হবে নিরপেক্ষ। কোন মাঠে খেলা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খেলা কোন মাঠে হবে? পুলিশ রেখে আসেন। র্যাব, বিজিবি রেখে আসেন। খেলা হবে। আমাদের টিমের ক্যাপ্টেন কে জানেন? তারেক রহমান। খেলা হবে। সমতল মাঠে খেলা হবে। ঘোষণা দেন, আমরা সব সময় প্রস্তুত আছি।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে