Ajker Patrika

সুচিত্রা সেনের নাম বাদ দিয়ে ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস

পাবনা প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৫, ০৮: ৫৪
পাবনা এডওয়ার্ড কলেজের আবাসিক হলের নামফলক উন্মোচন। ছবি: আজকের পত্রিকা
পাবনা এডওয়ার্ড কলেজের আবাসিক হলের নামফলক উন্মোচন। ছবি: আজকের পত্রিকা

মহানায়িকা সুচিত্রা সেনসহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নতুন নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার হলগুলোর নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া।

হলগুলো হলো শেখ রাসেল ছাত্রাবাস পরিবর্তিত নাম বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস পরিবর্তিত নাম আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাস পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস নির্ধারণ করা হয়েছে।

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার, সহকারী সুপার এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন।

জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।’ জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম ও দক্ষতা বৃদ্ধিতে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম তৎকালীন বৃহত্তর পাবনায় ১৯৩১ সালের ৬ এপ্রিল। তাঁর পারিবারিক নাম ছিল রমা দাশগুপ্ত। শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়িতে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর।

বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। শহরের মহাকালী পাঠশালায় (বর্তমানে টাউন গার্লস হাইস্কুল) পড়ালেখা শেষে পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন কিংবদন্তি এই নায়িকা।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি বাসভবনে একাই থাকতেন শরীয়তপুরের ডিসি, পরিবার থাকত ঢাকায়

কারাগারে ১০৫ মন্ত্রী-এমপি

‘তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস’ বলেই জুলাই যোদ্ধাকে মারধর

বুশেহরে হামলা হলে মধ্যপ্রাচ্যে ‘ফুকুশিমা’ ঘটতে পারে, বিশ্লেষকদের হুঁশিয়ারি

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত ও পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত