
নেত্রকোনায় গ্রেপ্তার বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাঁকে।
এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আওয়ামী লীগ নেতা রিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বগুড়া আদালতে আওয়ামী লীগ নেতাকে আনা হলে বিক্ষোভ মিছিল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। সেজন্য আজ শুক্রবার বাড়তি সতর্কতায় রাগেবুল আহসান রিপুকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ একটি দল সাবেক সংসদ সদস্য রিপুকে গ্রেপ্তার করে।
এর আগে ৪ ও ৫ আগস্ট বগুড়া শহরের শিববাটি এলাকায় রাগেবুল আহসান রিপুর বাসায় দুদফা ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ৪ আগস্ট থেকেই তিনি স্বপরিবারে আত্মগোপন করেন তিনি। গত ৫ আগস্ট গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩ মামলা হয়েছে।
আরও পড়ুন:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
২৪ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
২৬ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
৪১ মিনিট আগে