বগুড়ার শাজাহানপুর উপজেলায় সুরভী আকতার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ ওই গ্রামের নুরুন্নবী প্রামানিকের স্ত্রী ও বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামীম মন্ডলের মেয়ে। গত আট মাস আগে তাঁদের বিয়ে হয়।
নিহতের শ্বশুর আব্দুল লতিফ প্রামানিক বলেন, ‘রোববার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে নুরুন্নবী বাড়ির পাশের একটি দোকানে যাই। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ছেলে দেখতে পায় সুরভী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকালেও দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢোকে নুরুন্নবী। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সুরভীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আমরা লাশ নামিয়ে রাখি।’
নুরুন্নবীর চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার মধ্যে মরদেহ ধোয়ানো শেষ হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় ধস্তাধস্তি ও চিৎকারের শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। এ সময় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।
৩৪ মিনিট আগে
নাটোরে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন কাঙ্গালকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। গ্রেপ্তার কবির হোসেন জেলা যুবদলের সহসভাপতি। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে কাঙ্গালকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে
ফেনীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লেমুয়া উচ্চবিদ্যালয়ের নিচতলায় বেঞ্চ সংস্কারের জন্য রাখা কাঠে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
৪৪ মিনিট আগে
বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৮ ঘণ্টা আগে