শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে রুবেল মিয়া (৩০) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চাওলাপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ‘পরকীয়ায় আসক্ত’ স্ত্রী তাঁকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
রুবেল মিয়া চাওলাপাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
রুবেলের স্ত্রী সিমা বেগম (২৭) বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমার বাবার বাড়ি এসে খাবার খেয়ে গেছে রুবেল। আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। রাত ১২টার দিকে উচ্চ আওয়াজে তার ঘরে সাউন্ড বক্সে গান বাজতে শুনেছি। এত জোরে গান বাজানোয় প্রতিবেশীরাও বিরক্ত হয়েছিল। আজ বুধবার সকাল ৯টার দিকে ঘুম থেকে না ওঠায় বাড়ির প্রাচীর টপকে ঘরে গিয়ে দেখি তাঁকে হত্যা করা হয়েছে।’ তবে ওই সময় তাঁর স্বামীর সঙ্গে আর কে বা কারা ছিল, তা জানাতে পারেননি তিনি।
এক প্রশ্নের জবাবে সিমা বেগম বলেন, ‘আমার স্বামী প্রচণ্ড রাগী ছিলেন। মাঝেমধ্যে চড়থাপ্পড় মারতেন আমাকে। এ কারণে এক বছর ধরে আমি বাবার বাড়িতেই আছি।’
তবে রুবেলের বড় বোন মমতা বেগম (৪৫) এ জন্য ভাইয়ের স্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন, রুবেলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে এক বছর ধরে তার স্ত্রী বাবার বাড়িতে থাকে। আমাদের ধারণা, তার স্ত্রী এ ঘটনায় জড়িত। সাউন্ড বক্সে উচ্চ আওয়াজ দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে, যেন তার চিৎকার কেউ না শোনে।’
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, রুবেলের বাঁ হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ার শিবগঞ্জে রুবেল মিয়া (৩০) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চাওলাপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ‘পরকীয়ায় আসক্ত’ স্ত্রী তাঁকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
রুবেল মিয়া চাওলাপাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
রুবেলের স্ত্রী সিমা বেগম (২৭) বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমার বাবার বাড়ি এসে খাবার খেয়ে গেছে রুবেল। আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। রাত ১২টার দিকে উচ্চ আওয়াজে তার ঘরে সাউন্ড বক্সে গান বাজতে শুনেছি। এত জোরে গান বাজানোয় প্রতিবেশীরাও বিরক্ত হয়েছিল। আজ বুধবার সকাল ৯টার দিকে ঘুম থেকে না ওঠায় বাড়ির প্রাচীর টপকে ঘরে গিয়ে দেখি তাঁকে হত্যা করা হয়েছে।’ তবে ওই সময় তাঁর স্বামীর সঙ্গে আর কে বা কারা ছিল, তা জানাতে পারেননি তিনি।
এক প্রশ্নের জবাবে সিমা বেগম বলেন, ‘আমার স্বামী প্রচণ্ড রাগী ছিলেন। মাঝেমধ্যে চড়থাপ্পড় মারতেন আমাকে। এ কারণে এক বছর ধরে আমি বাবার বাড়িতেই আছি।’
তবে রুবেলের বড় বোন মমতা বেগম (৪৫) এ জন্য ভাইয়ের স্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন, রুবেলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে এক বছর ধরে তার স্ত্রী বাবার বাড়িতে থাকে। আমাদের ধারণা, তার স্ত্রী এ ঘটনায় জড়িত। সাউন্ড বক্সে উচ্চ আওয়াজ দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে, যেন তার চিৎকার কেউ না শোনে।’
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, রুবেলের বাঁ হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে