
জয়পুরহাটে ডাকাতির মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই মামলায় ৩৯৭ ধারায় তাঁদের আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের এ সাজা একই সঙ্গে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসরা-খাঁপাড়া গ্রামের ফজলু, একই গ্রামের তাজেল, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বাজার এলাকার মুকুল হোসেন, একই উপজেলার কোচনাপুরের আনোয়ার হোসেন এবং হামছায়াপুরের মিঠুন হোসেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ফজলু, আনোয়ার ও মিঠুনকে পলাতক দেখানো হয়।
মামলার নথি ও সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম মাহমুদ মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতেরা গোলাম মাহমুদের ছেলে-মেয়েকে বেঁধে রাখে। আর তাঁর স্ত্রী জেবু আরা তাসলিমাকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে জেবু আরা তাসলিমাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওই ঘটনার পরের দিন ২১ ফেব্রুয়ারি গোলাম মাহমুদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) খায়রুল বাশার। তদন্ত শেষে তিনি আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। তবে মামলা চলাকালে ১ নম্বর আসামি মারা যাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারী কৌঁসুলি খাজা সামছুল ইসলাম বুলবুল (এপিপি)। আর আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ফরিদুজ্জামান ও বজলুর রহমান।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে