প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের ভুল নির্দেশনা দেওয়ায় এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। অব্যাহতির আদেশ অনুসারে জয়নাল আবেদীন সেন্টু নামের ওই শিক্ষককে আগামী ৫ বছর কোনো পাবলিক পরীক্ষার হলে দায়িত্ব দেওয়া হবে না।
জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথম দিন আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের বিপরীতে ১২টির উত্তর দেওয়ার নিদর্শনা ছিল। কিন্তু শাখা কেন্দ্র বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে হল সুপারের দায়িত্বে থাকা ওই শিক্ষক পরীক্ষার্থীদের ২৫টি প্রশ্নেরই উত্তর দেওয়ার নির্দেশনা দেন। এতে পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সময়ে তাড়াহুড়ো করে উত্তর দেয়।
পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা শুরু হয়। তারা নিজেদের স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ওই শিক্ষক ভুল নির্দেশনা দিয়েছেন। তখন ওই কেন্দ্রের বেশির ভাগ শিক্ষার্থী দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পরীক্ষার্থীরা আবার ওই কেন্দ্রে চলে আসে। বিষয়টি নিয়ে পরবর্তীতে ইউএনও শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমাধান করেন এবং ওই শিক্ষককে অব্যাহতি দেন।
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পরীক্ষার্থী মুশফিকুর রহমান মারুফ বলেন, ওই শিক্ষকের ভুল নির্দেশনার কারণে আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর ভুল হয়েছে।
এ প্রসঙ্গে ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন, নির্দেশনায় ভুল হয়ে যাওয়ায় তাঁরা বাড়তি সুবিধা পাবেন। ওই কেন্দ্রে থাকা শিক্ষার্থীরা যারা ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের সবগুলোই দেখা হবে। তবে এর মধ্যে সর্বোচ্চ ১২ নম্বর তারা পাবে। আমরা তাদের নির্দেশনা মতো ওই কেন্দ্র বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে থাকা ১৭০ জন পরীক্ষার্থীর রোল নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে পাঠিয়েছি। ওই শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের ভুল নির্দেশনা দেওয়ায় এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। অব্যাহতির আদেশ অনুসারে জয়নাল আবেদীন সেন্টু নামের ওই শিক্ষককে আগামী ৫ বছর কোনো পাবলিক পরীক্ষার হলে দায়িত্ব দেওয়া হবে না।
জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথম দিন আজ পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের বিপরীতে ১২টির উত্তর দেওয়ার নিদর্শনা ছিল। কিন্তু শাখা কেন্দ্র বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে হল সুপারের দায়িত্বে থাকা ওই শিক্ষক পরীক্ষার্থীদের ২৫টি প্রশ্নেরই উত্তর দেওয়ার নির্দেশনা দেন। এতে পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সময়ে তাড়াহুড়ো করে উত্তর দেয়।
পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা শুরু হয়। তারা নিজেদের স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ওই শিক্ষক ভুল নির্দেশনা দিয়েছেন। তখন ওই কেন্দ্রের বেশির ভাগ শিক্ষার্থী দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পরীক্ষার্থীরা আবার ওই কেন্দ্রে চলে আসে। বিষয়টি নিয়ে পরবর্তীতে ইউএনও শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমাধান করেন এবং ওই শিক্ষককে অব্যাহতি দেন।
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পরীক্ষার্থী মুশফিকুর রহমান মারুফ বলেন, ওই শিক্ষকের ভুল নির্দেশনার কারণে আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর ভুল হয়েছে।
এ প্রসঙ্গে ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন, নির্দেশনায় ভুল হয়ে যাওয়ায় তাঁরা বাড়তি সুবিধা পাবেন। ওই কেন্দ্রে থাকা শিক্ষার্থীরা যারা ২৫টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের সবগুলোই দেখা হবে। তবে এর মধ্যে সর্বোচ্চ ১২ নম্বর তারা পাবে। আমরা তাদের নির্দেশনা মতো ওই কেন্দ্র বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে থাকা ১৭০ জন পরীক্ষার্থীর রোল নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র বোর্ডে পাঠিয়েছি। ওই শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩৫ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে