নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আতাউর রহমান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিংড়া উপজেলার চকপুর গ্রামের রবিউল্লাহ প্রামাণিকের ছেলে।
আজ শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পুলিশ।
উদ্ধারের সময় মাইক্রোবাসের ভেতর থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক মো. লুৎফুল হাবীব রুবেলের লিফলেট, স্টিকার, ক্যালেন্ডার সম্বলিত পোস্টার ছবি জব্দ করা হয়। মাইক্রোবাসটির মালিক রুবেল।
এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সাংবাদিকদের ডাকলেও কোনো কথা বলেননি পুলিশ কর্মকর্তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও মারধরের মামলায় সিংড়া থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এরপর গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে অপহরণ কাজে ব্যবহৃত কালো রংয়ের একটি মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ ৫৬-৫৩৯৫) আসামির বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
এরপর মাইক্রোবাসের ভেতর তল্লাশি করে ২টি চায়না চাপাতি, ১টি চায়না টিপ চাকু, ১টি বার্মিজ কাটার, ২ টি দেশীয় রামদা, ২টি স্টিলের পাইপ, ২ টি স্ট্যাম্প (লাঠি)। ১টি দেশিয় তৈরি চাপাতি, পলাতক আসামি সুজন ড্রাইভার এর ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র জব্দ করা হয়।
তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবীব রুবেলের অসংখ্য লিফলেট, স্টিকার লিফলেট, ক্যালেন্ডার সম্বলিত পোস্টার উদ্ধার করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবু সাদাদ জানান, ‘বিকেল সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকেলে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অনলাইনে আবেদনের পর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে আবারও বেধড়ক মারধর করে বাড়িতে পৌঁছে দেয়।
পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার জন্য ভুক্তভোগীর পরিবার প্রতিপক্ষ প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেলকে ও তার সমর্থকদের দায়ি করে আসছেন। এ ঘটনায় গ্রেপ্তার সুমন নামে এক আসামি আদালতে জবানবন্দী দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবীবের পক্ষ নিয়েই তিনিসহ অন্য আসামিরা দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেছেন।

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আতাউর রহমান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিংড়া উপজেলার চকপুর গ্রামের রবিউল্লাহ প্রামাণিকের ছেলে।
আজ শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পুলিশ।
উদ্ধারের সময় মাইক্রোবাসের ভেতর থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক মো. লুৎফুল হাবীব রুবেলের লিফলেট, স্টিকার, ক্যালেন্ডার সম্বলিত পোস্টার ছবি জব্দ করা হয়। মাইক্রোবাসটির মালিক রুবেল।
এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সাংবাদিকদের ডাকলেও কোনো কথা বলেননি পুলিশ কর্মকর্তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও মারধরের মামলায় সিংড়া থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এরপর গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে অপহরণ কাজে ব্যবহৃত কালো রংয়ের একটি মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ ৫৬-৫৩৯৫) আসামির বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
এরপর মাইক্রোবাসের ভেতর তল্লাশি করে ২টি চায়না চাপাতি, ১টি চায়না টিপ চাকু, ১টি বার্মিজ কাটার, ২ টি দেশীয় রামদা, ২টি স্টিলের পাইপ, ২ টি স্ট্যাম্প (লাঠি)। ১টি দেশিয় তৈরি চাপাতি, পলাতক আসামি সুজন ড্রাইভার এর ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র জব্দ করা হয়।
তল্লাশিকালে গাড়িটির ভেতর থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবীব রুবেলের অসংখ্য লিফলেট, স্টিকার লিফলেট, ক্যালেন্ডার সম্বলিত পোস্টার উদ্ধার করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবু সাদাদ জানান, ‘বিকেল সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
জানা গেছে, গত ১৫ এপ্রিল বিকেলে সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অনলাইনে আবেদনের পর জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের প্রতিলিপি জমা দিতে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে আবারও বেধড়ক মারধর করে বাড়িতে পৌঁছে দেয়।
পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার জন্য ভুক্তভোগীর পরিবার প্রতিপক্ষ প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেলকে ও তার সমর্থকদের দায়ি করে আসছেন। এ ঘটনায় গ্রেপ্তার সুমন নামে এক আসামি আদালতে জবানবন্দী দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবীবের পক্ষ নিয়েই তিনিসহ অন্য আসামিরা দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
১ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে