Ajker Patrika

বৃহস্পতিবার থেকে রাজশাহীতে দোকানপাট খোলার ঘোষণা

প্রতিনিধি, রাজশাহী
বৃহস্পতিবার থেকে রাজশাহীতে দোকানপাট খোলার ঘোষণা

নিষেধাজ্ঞা থাকলেও রাজশাহীতে আগামী বৃহস্পতিবার থেকেই দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার দুপুরে দোকান মালিক সমিতির রাজশাহী জেলা শাখার এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ জন্য সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। 

সংবাদ সম্মেলনে সমিতির রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সহসভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মনজুর হোসেন চুমকু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ খান, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির রাজশাহী শাখার সভাপতি জয়নাল আবেদীন চাঁদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, টানা লকডাউনে তাঁদের পথে বসার উপক্রম। পুঁজি হারিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই ৫ আগস্ট থেকে তাঁরা দোকানপাট খুলতে চান। দোকানপাট খুলতে না দিলে তাঁরা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। 

ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সরকার ১০ তারিখ পর্যন্ত লকডাউন বৃদ্ধি করেছে। এ অবস্থায় এমন সিদ্ধান্ত তো হতে পারে না। আর ব্যবসায়ীরা আমাদের সঙ্গে আলাপ করেননি। আমার ইন্টিলিজেন্সও জানায়নি। আমি আগে জানি, তারপর সিদ্ধান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত