নওগাঁর রানীনগরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে শাহাদ শাহকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে ছেলে শাহাদ শাহের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে শাহাদ শাহকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
ভুক্তভোগী বৃদ্ধার নাম জাহেদা বেওয়া। তিনি পশ্চিম বালুভরা গ্রামের মৃত মঞ্জিল শাহার স্ত্রী। জানা গেছে, ভুক্তভোগী জাহেদার স্বামী চার ছেলে ও চার মেয়ে রেখে মারা যান। এরপর থেকে জাহেদা ছেলে শাহাদ শাহান সঙ্গে বসবাস করতেন। এরই মধ্যে হঠাৎ করেই শাহাদ শাহ মায়ের অংশের সম্পত্তি লিখে নিতে নানাভাবে চাপ দিতে থাকেন। কিন্তু ছেলের নামে সম্পত্তি লিখে দিতে রাজি হননি মা।
ফলে সম্পত্তি হাতিয়ে নিতে শাহাদ তাঁর মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এরই জেরে গত মঙ্গলবার দুপুরে শাহাদ তাঁর মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে জাহেদা বেওয়া প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে হাসপাতালে চিকিৎসা করান। পরদিন সন্ধ্যায় তিনি বাদী হয়ে ছেলে শাহাদ শাহের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে শাহাদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলে শাহাদ তাঁর বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জাহেদা বেওয়া। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আসামি শাহাদকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সকালে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে বৃদ্ধাকে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২১ মিনিট আগে