বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার।
তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই।
বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

স্ট্রোক করায় হাসপাতালে ভর্তি হন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নয়েজ উদ্দিন মাহমুদ। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। এরই মধ্যে অস্ত্রোপচারের খরচসহ এই ইউপি চেয়ারম্যানের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। চিকিৎসক জানিয়েছেন এখনো তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকার প্রয়োজন। এমন অবস্থায় তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সাহায্য চান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নয়েজ মাহমুদ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ৩০ জুলাই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হলেও সেখানে ভর্তি করতে না পারায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১১ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এরই মধ্যে তাঁর চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। তাঁর চিকিৎসার জন্য এখনো বিপুল পরিমাণ অর্থ দরকার।
তাঁর স্বজনেরা জানান, নয়েজ মাহমুদ ১৯৯১ সালে পাঁকা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ২০০২ সালে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ ও ২০২২ সালে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এই দুই মেয়াদে তিনি তিনটি স্বর্ণপদকও লাভ করেন। সেরা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। পৈতৃক সূত্রে পাওয়া ১৯ বিঘা জমি তিনি জনসেবা ও দলীয় কাজ পরিচালনা করতে গিয়ে শেষ করেছেন। এখন বাড়ি ভিটার ১১ শতাংশসহ পতিত ১ বিঘা জমি ছাড়া তাঁর আর কোনো সম্পদ নেই। তাঁর বড় ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে ও ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। পরিবারের উপার্জনক্ষম আর কোনো মানুষ নেই।
বড় ছেলে তানজিম মাহমুদ বলেন, স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা কিছু সহযোগিতার চেষ্টা করেছেন। তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ জন্য তানজিম বাবার জীবন বাঁচাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ বলেন, ভাইয়ের সুস্থ হয়ে ফিরতে আরও এক মাস হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু সেই ব্যয় মেটানো পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে