নাটোর প্রতিনিধি

নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নাটোরে চাঁদা না পেয়ে শাহরিয়ার রিওন নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় বুলবুল আহমেদ নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত রিওনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ৩টায় শহরের স্টেশন এলাকার এলএসডি গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। রিওন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বুলবুল আহমেদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
শহরের চৌধুরী বড়গাছা এলাকার রাকিব ও বেলাল নামে দুই যুবকের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রিওন ও বুলবুল গুদামে চাল সরবরাহ ও কেনা-বেচা করতেন। বড়দিন উপলক্ষে জিআর বরাদ্দের চাল কেনার পর দুপুরে এলএসডি গোডাউনের সামনে রিওন ও বুলবুল দাঁড়িয়েছিলেন। এ সময় রাকিব ও বেলালের নেতৃত্বে প্রায় ৩০ জন অজ্ঞাত যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রিওনের ডান হাতে কোপ দেয় ওই যুবকেরা। এ সময় বাধা দিতে এলে অপর ব্যবসায়ী বুলবুলকে পিটিয়ে আহত করেন তাঁরা।
ব্যবসায়ী বুলবুল অভিযোগ করেন, ‘গুদামে ধান-চাল কেনা-বেচা করতে গেলে রাকিব ও বেলালের নেতৃত্বে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের হেনস্তা করে। অভিযোগ করেও সরবরাহকারীরা এর প্রতিকার পায়নি। আজ আমাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যাওয়া যায়নি।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ রায় বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রিওনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার ডান হাতের হাড়ে গুরুতর জখম হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে