চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চালের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন চালকলমালিকেরা। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন ডাকে জেলা চালকল মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে চালকলমালিকেরা দাবি করেন, চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে তাঁদের কোনো দায় নেই, এ জন্য মূলত কিছু পাইকার ও খুচরা ব্যবসায়ীরা দায়ী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা চালকল মিল মালিক গ্রুপের সহসভাপতি ও আনোয়ার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সম্প্রতি জেলায় চালের বাজার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব খবরই পুরোপুরি সত্য নয়। ধানের দাম ওঠানামা করায় চালের দাম একটু হেরফের হবে, এটাই স্বাভাবিক। জেলার চালকলমালিকেরা সহনীয় দামে বাজারে চাল সরবরাহ করছেন।
চালের বাজার স্বাভাবিক রয়েছে দাবি করে মিলমালিক আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে চালের বাজার সহনীয় আছে। বাজারে কোনো চাল অতিরিক্ত দামে বিক্রি হয় না। আমাদের কাছ থেকে কম দামে চাল কিনে কিছু পাইকারি ও খুচরা বিক্রেতা বাজারে বেশি দামে বিক্রি করছে।’
চাঁপাইনবাবগঞ্জের মিলমালিক মুনজুর অটো রাইস মিল ও সাগর অটো রাইস মিলের পক্ষে সাফাই গেয়ে আনোয়ার হোসেন বলেন, মুনজুর ও সাগর অটোরাইস মিল নির্ধারিত সময়ের পর বেশি দামে চাল বিক্রি করে এ অভিযোগ মিথ্যা। ইতিমধ্যে মিলমালিকেরা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে চালের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
ধানের দাম বাড়ার কারণে চিকন চাল ৬১ টাকা কেজি থেকে ৬৪ টাকায় বিক্রি করা হচ্ছিল। জনস্বার্থে এই চালের কেজি দুই টাকা কমিয়ে বাজারে ৬২ টাকায় বিক্রি করা হবে বলে জানায় চালকল মিল মালিক গ্রুপ।
সংবাদ সম্মেলনে চালকল মালিক গ্রুপের সভাপতি মো. হারুনুর রশিদ, নবাব অটোরাইস মিলের চেয়ারম্যান আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিন্ডিকেটের বিষয়টি এড়িয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। তবে বর্তমানে চালের বাজার স্বাভাবিক আছে।
তবে স্থানীয় চালের পাইকার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের দুই শতাধিক মিলমালিক দেশের বিভিন্ন স্থানে চিকন চল ও আতপ চাল সরবরাহ করে থাকেন। মিলমালিকদের সিন্ডিকেট প্রতিদিন এই জেলা থেকে আড়াই শতাধিক ট্রাক চাল বিভিন্ন জেলায় সরবরাহ করে। এসব মিলমালিক ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়িয়েছেন।

চালের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন চালকলমালিকেরা। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন ডাকে জেলা চালকল মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে চালকলমালিকেরা দাবি করেন, চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে তাঁদের কোনো দায় নেই, এ জন্য মূলত কিছু পাইকার ও খুচরা ব্যবসায়ীরা দায়ী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা চালকল মিল মালিক গ্রুপের সহসভাপতি ও আনোয়ার অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সম্প্রতি জেলায় চালের বাজার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব খবরই পুরোপুরি সত্য নয়। ধানের দাম ওঠানামা করায় চালের দাম একটু হেরফের হবে, এটাই স্বাভাবিক। জেলার চালকলমালিকেরা সহনীয় দামে বাজারে চাল সরবরাহ করছেন।
চালের বাজার স্বাভাবিক রয়েছে দাবি করে মিলমালিক আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে চালের বাজার সহনীয় আছে। বাজারে কোনো চাল অতিরিক্ত দামে বিক্রি হয় না। আমাদের কাছ থেকে কম দামে চাল কিনে কিছু পাইকারি ও খুচরা বিক্রেতা বাজারে বেশি দামে বিক্রি করছে।’
চাঁপাইনবাবগঞ্জের মিলমালিক মুনজুর অটো রাইস মিল ও সাগর অটো রাইস মিলের পক্ষে সাফাই গেয়ে আনোয়ার হোসেন বলেন, মুনজুর ও সাগর অটোরাইস মিল নির্ধারিত সময়ের পর বেশি দামে চাল বিক্রি করে এ অভিযোগ মিথ্যা। ইতিমধ্যে মিলমালিকেরা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে চালের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
ধানের দাম বাড়ার কারণে চিকন চাল ৬১ টাকা কেজি থেকে ৬৪ টাকায় বিক্রি করা হচ্ছিল। জনস্বার্থে এই চালের কেজি দুই টাকা কমিয়ে বাজারে ৬২ টাকায় বিক্রি করা হবে বলে জানায় চালকল মিল মালিক গ্রুপ।
সংবাদ সম্মেলনে চালকল মালিক গ্রুপের সভাপতি মো. হারুনুর রশিদ, নবাব অটোরাইস মিলের চেয়ারম্যান আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিন্ডিকেটের বিষয়টি এড়িয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। তবে বর্তমানে চালের বাজার স্বাভাবিক আছে।
তবে স্থানীয় চালের পাইকার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের দুই শতাধিক মিলমালিক দেশের বিভিন্ন স্থানে চিকন চল ও আতপ চাল সরবরাহ করে থাকেন। মিলমালিকদের সিন্ডিকেট প্রতিদিন এই জেলা থেকে আড়াই শতাধিক ট্রাক চাল বিভিন্ন জেলায় সরবরাহ করে। এসব মিলমালিক ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়িয়েছেন।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৯ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে