নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে কোপানোর পর গুলি করা হয় বলে দাবি করছে তাঁর পরিবার। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকালে শহরের স্টেশন বাজার কারবালা এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার কারবালা এলাকার রাস্তার পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা আওয়ামী লীগের কর্মীরা তাঁকে ধাওয়া দেন। তখন সাইফুল দৌড়ে বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন হামলাকারীরা।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা শোডাউন থেকে বাসায় ঢুকে সাইফুলের বাড়িতে গুলি করে। এ সময় সাইফুল গুলিবিদ্ধ হন। তাঁকে রামেকে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এ ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে পরে বলব।’

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে কোপানোর পর গুলি করা হয় বলে দাবি করছে তাঁর পরিবার। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকালে শহরের স্টেশন বাজার কারবালা এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার কারবালা এলাকার রাস্তার পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা আওয়ামী লীগের কর্মীরা তাঁকে ধাওয়া দেন। তখন সাইফুল দৌড়ে বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন হামলাকারীরা।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা শোডাউন থেকে বাসায় ঢুকে সাইফুলের বাড়িতে গুলি করে। এ সময় সাইফুল গুলিবিদ্ধ হন। তাঁকে রামেকে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এ ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে পরে বলব।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে