রাবি প্রতিনিধি

ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে।
ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না।
সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

ছাত্রীদের জীবনযাপন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। একই সঙ্গে অধ্যাপকের করা কটূক্তির জন্য তারেক নুরকে ছাত্র উপদেষ্টার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সন্তপ সন্ধি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রীদের নিয়ে করা মন্তব্যের মাধ্যমে ছাত্র উপদেষ্টার নারী শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা একজন শিক্ষক করতে পারেন না। ভুল স্বীকার করে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করেছেন তার জবাবদিহি করতে হবে।
ছাত্র ফেডারেশন মনে করে, এমন মন্তব্য করার পর অধ্যাপক তারেক নুর নৈতিকভাবেই ছাত্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন না।
সান্ধ্য আইন বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সর্বোপরি উন্মুক্ত জ্ঞানচর্চার পথ বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মুক্ত বিকাশ ও মনন গঠনে অচিরেই সান্ধ্য আইন বাতিল করতে হবে। সান্ধ্য আইন বাতিলের দাবিতে নারী-পুরুষ সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়া এবং সান্ধ্য আইন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করারও পরামর্শ দেন তাঁরা।
উল্লেখ্য, সম্প্রতি সান্ধ্য আইনের আওতায় ছাত্রী হলে প্রবেশের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন হল প্রাধ্যক্ষরা। পরে সান্ধ্য আইনের যৌক্তিকতা নিয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র উপদেষ্টা তারেক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক বেশি এলোমেলো জীবনযাপন করছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাঁদের নামে অভিযোগ আসছে। ফলে তাঁদের হলে প্রবেশের বিষয়ে আগের চেয়ে সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।’ পরে তিনি দাবি করে বলেন, ‘তাঁর মন্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে