বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। হতাহত সবাই বাসযাত্রী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহও শজিমেক হাসপাতালেই রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজার জানান, তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বরিশালে যাচ্ছিল। পথে শাকপালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করে রাখা চালবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ওই বাস। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হন বাসযাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে চারজন বাসযাত্রী শজিমেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক পলাতক আছেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক যশোরের নওয়াপাড়া এলাকার বাসিন্দা সুমন কুমার জানান, তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চালবোঝাই ট্রাক নিয়ে যশোরে যাচ্ছিলেন। পথে শাকপালা এলাকায় ট্রাকটি দাঁড় করে রেখে চা-বিরতি দেন। তিনি এ সময় এক দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় যাত্রীবাহী বাসটি পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হন অনেক বাসযাত্রী।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে