আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি । তবে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল উল্টো তাঁর লোকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন। গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম এ বিষয়ে বলেন, উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা সবাই তানভীর ইসলামের সমর্থক বলে জানা গেছে। তাঁরা হলেন মতিগাছা গ্রামের অফাই মোল্লা, সইমুদ্দিন মোল্লা, আবুল কাসেম, সিহাব ও মনছুর আলী।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম, মতিঝিল বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষে রাত ৯ টার দিকে তাঁর সমর্থকেরা বাড়ি ফেরার পথে মতিগাছা নামক স্থানে আগে থেকেই অবস্থান করা প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
তানভীর ইসলাম বলেন, ‘আমার সমর্থকদের ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে তারা আজ এ হামলা চালিয়েছে।’
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চলের নেতৃত্বে আমার কর্মীদের ওপর বরং হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম তাঁর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি । তবে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল উল্টো তাঁর লোকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন। গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম এ বিষয়ে বলেন, উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা সবাই তানভীর ইসলামের সমর্থক বলে জানা গেছে। তাঁরা হলেন মতিগাছা গ্রামের অফাই মোল্লা, সইমুদ্দিন মোল্লা, আবুল কাসেম, সিহাব ও মনছুর আলী।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম, মতিঝিল বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষে রাত ৯ টার দিকে তাঁর সমর্থকেরা বাড়ি ফেরার পথে মতিগাছা নামক স্থানে আগে থেকেই অবস্থান করা প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
তানভীর ইসলাম বলেন, ‘আমার সমর্থকদের ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে তারা আজ এ হামলা চালিয়েছে।’
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চলের নেতৃত্বে আমার কর্মীদের ওপর বরং হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে