বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২০) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার ভেতরে পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নেপাল বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার গুনারী গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।
জানা যায়, নেপাল বিশ্বাস তার বাবার সঙ্গে মাস খানেক আগে বাঘা উপজেলার কিশোরপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে আসেন। পদ্মায় মাছ ধরে আশপাশে বাজারে বিক্রি করেন। ছেলে নেপাল বিশ্বাস বুধবার বিকেলে মাথার চুল ছাঁটানোর জন্য পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে যান।
মাথার চুল ছাঁটানোর পরে আর ফিরে আসেনি নেপাল বিশ্বাস। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নেপাল বিশ্বাসের বাবা বাদী হয়ে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার ভেতরে পদ্মা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা উদয় বিশ্বাস জানান, গত বুধবার সকালের দিকে চুল কাটানোর উদ্দেশ্য বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয়। পরে আর ফিরে আসেনি। তার খোঁজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় বাঘা থানায় জিডি করি। শনিবার সকালে পদ্মায় নেপাল বিশ্বাসের ভাসমান লাশ উদ্ধার করে শনাক্ত করেন। তার কাছে থাকা অ্যানড্রোয়েড ফোন ও টাকার সন্ধান পাননি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। বিষয়টি নৌপুলিশ দেখভাল করছে।
নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, লাশটি হেফাজতে নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

রাজশাহীর বাঘায় নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২০) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার ভেতরে পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নেপাল বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার গুনারী গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।
জানা যায়, নেপাল বিশ্বাস তার বাবার সঙ্গে মাস খানেক আগে বাঘা উপজেলার কিশোরপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে আসেন। পদ্মায় মাছ ধরে আশপাশে বাজারে বিক্রি করেন। ছেলে নেপাল বিশ্বাস বুধবার বিকেলে মাথার চুল ছাঁটানোর জন্য পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে যান।
মাথার চুল ছাঁটানোর পরে আর ফিরে আসেনি নেপাল বিশ্বাস। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নেপাল বিশ্বাসের বাবা বাদী হয়ে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিজিবি ক্যাম্পের এক কিলোমিটার ভেতরে পদ্মা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা উদয় বিশ্বাস জানান, গত বুধবার সকালের দিকে চুল কাটানোর উদ্দেশ্য বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয়। পরে আর ফিরে আসেনি। তার খোঁজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় বাঘা থানায় জিডি করি। শনিবার সকালে পদ্মায় নেপাল বিশ্বাসের ভাসমান লাশ উদ্ধার করে শনাক্ত করেন। তার কাছে থাকা অ্যানড্রোয়েড ফোন ও টাকার সন্ধান পাননি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। বিষয়টি নৌপুলিশ দেখভাল করছে।
নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, লাশটি হেফাজতে নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে