রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ঘোষিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন সাধারণ সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের একাংশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। তাতে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুল্লা-হিল-গালিবের নাম ঘোষণা করা হয়েছে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন আসাদুল্লা-হিল-গালিব। তবে প্রথম বর্ষ পাস করলেও দ্বিতীয় বর্ষের গণ্ডি পেরোতে পারেননি তিনি। ড্রপ আউট হয়ে ছাত্রত্ব হারিয়েছেন। ছাত্রত্ব না থাকলেও বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ২১৫ নম্বর কক্ষ দখল করে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে মাদার বখশ হলে ঢোকেন আগের কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন, নতুন কমিটির সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, তাওহীদুল ইসলাম দুর্জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ তাঁদের অনুসারীরা। পরে তাঁরা আসাদুল্লা-হিল-গালিবের কক্ষসহ আশপাশের কয়েকটি কক্ষে ভাঙচুর করেন। কক্ষের দরজা, জানালা, চেয়ার, টেবিল, ফুলের টব ভাঙচুর করে তাঁরা হল ছেড়ে যান।
তবে কক্ষ ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে নতুন কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় বলেন, ‘আমি কারও রুমে যাইনি।’
এ বিষয়ে জানতে সহসভাপতি শাহিনুল ইসলাম সরকার ডনকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে জানতে নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেন।
হলে ভাঙচুরের বিষয়ে মাদার বখশ হল প্রাধ্যক্ষ ড. শামীম হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর আমি তাৎক্ষণিক হলে আসি। এরপর কয়েকজন সহকারী প্রক্টর সেখানে উপস্থিত হন। তবে আমরা ভাঙচুরকারীদের পাইনি। যারা হলের এই ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবাসিক শিক্ষক আমিরুল ইসলাম কনককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে