তানোর (রাজশাহী) প্রতিনিধি

তীব্র খরায় পুড়ছে রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল। একই সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে রমজান মাসে মানুষের মধ্যে বিরাজ করছে অস্থিরতা।
রাজশাহী আবহাওয়া কার্যালয় জানায়, এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টি না হলে তা অব্যাহত থাকবে।
আজ বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দমমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রেজোয়ানুল হক।
বোরো চাষি ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরার কারণে অঞ্চল ভেদে ২০-৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। এতে করে বোরোর উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু খরার প্রভাবে বাড়তি সেচ দিয়েও কৃষকেরা বোরো ধানের স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান।
স্থানীয় কৃষকদের মতে, এবার খরায় বোরো ধানের উৎপাদন ১৫-২৫ শতাংশ পর্যন্ত কম হতে পারে।
তানোর উপজেলার জিওল গ্রামের কৃষক শাকিল ২ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তিনি বলেন, এমন খরা তারা আগে দেখেননি। বৃষ্টি না থাকায় ঘন ঘন সেচ দিতে হচ্ছে। গত বছর বিঘাপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৩০০ টাকা সেচ খরচ হলেও এবারে খরচ হবে ২ হাজার ৫০০ বা তারও বেশি টাকা। সম্প্রতি কেজি প্রতি ৫ টাকা করে সারের দাম বাড়িয়েছে সরকার। সব মিলিয়ে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে কিন্তু ফলন দ্বিগুণ পাওয়ার নিশ্চয়তা নেই।
একই অবস্থা চাপড়া গ্রামের বর্গাচাষি সোহেল আহম্মেদ। গত বছরের তুলনায় এ মৌসুমে সেচের পেছনে ৫০ শতাংশ বাড়তি খরচ করতে হবে বলে তিনি জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোরে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। খরায় ১৫-২৫ শতাংশ পর্যন্ত উৎপাদন কম হওয়ার পাশাপাশি এবার আম, কাঁঠাল ও লিচুর মতো মৌসুমি ফলগুলোরও ক্ষতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ জানান, শিগগিরই বৃষ্টি না হলে এবার বরেন্দ্র এলাকায় বোরো আবাদ সহ অন্যান্য ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে।

তীব্র খরায় পুড়ছে রাজশাহীর তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল। একই সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে রমজান মাসে মানুষের মধ্যে বিরাজ করছে অস্থিরতা।
রাজশাহী আবহাওয়া কার্যালয় জানায়, এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বৃষ্টি না হলে তা অব্যাহত থাকবে।
আজ বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দমমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রেজোয়ানুল হক।
বোরো চাষি ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খরার কারণে অঞ্চল ভেদে ২০-৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। এতে করে বোরোর উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু খরার প্রভাবে বাড়তি সেচ দিয়েও কৃষকেরা বোরো ধানের স্বাভাবিক উৎপাদন ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান।
স্থানীয় কৃষকদের মতে, এবার খরায় বোরো ধানের উৎপাদন ১৫-২৫ শতাংশ পর্যন্ত কম হতে পারে।
তানোর উপজেলার জিওল গ্রামের কৃষক শাকিল ২ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। তিনি বলেন, এমন খরা তারা আগে দেখেননি। বৃষ্টি না থাকায় ঘন ঘন সেচ দিতে হচ্ছে। গত বছর বিঘাপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৩০০ টাকা সেচ খরচ হলেও এবারে খরচ হবে ২ হাজার ৫০০ বা তারও বেশি টাকা। সম্প্রতি কেজি প্রতি ৫ টাকা করে সারের দাম বাড়িয়েছে সরকার। সব মিলিয়ে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে কিন্তু ফলন দ্বিগুণ পাওয়ার নিশ্চয়তা নেই।
একই অবস্থা চাপড়া গ্রামের বর্গাচাষি সোহেল আহম্মেদ। গত বছরের তুলনায় এ মৌসুমে সেচের পেছনে ৫০ শতাংশ বাড়তি খরচ করতে হবে বলে তিনি জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোরে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। খরায় ১৫-২৫ শতাংশ পর্যন্ত উৎপাদন কম হওয়ার পাশাপাশি এবার আম, কাঁঠাল ও লিচুর মতো মৌসুমি ফলগুলোরও ক্ষতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ জানান, শিগগিরই বৃষ্টি না হলে এবার বরেন্দ্র এলাকায় বোরো আবাদ সহ অন্যান্য ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে