বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় খুন হওয়া সেই এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলামের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিকার ভাই রেজাউল করিমের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকার একটি ডোবা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে—নিহত জাহিদুলের প্রেমিকা, প্রেমিকার ভাই রেজাউল করিম (২০), তাদের বাবা মোবারক হোসেন (৪০) এবং খালা মাসুরা বেগমকে (৩০)।
নিহত স্কুলশিক্ষার্থী জাহিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। গত রোববার সকালে কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহিদুলের পরিবারের দাবি ছিল—প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয়েছে। পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনের (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। রিয়ার পরিবারের লোকজন মিলেই তাকে হত্যা করেছে।
বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ গতকাল সোমবার ওই কিশোরীকে থানায় নেয়। জিজ্ঞাসাবাদ পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বয়স বিবেচনায় রাজশাহীর সেফ কাস্টডিতে পাঠায়। তার দেওয়া তথ্যমতে কিশোরীর ভাই নাটোর সদরের মোহনপুর এলাকার রেজাউল করিম (২০) ও বাবা মোবারক হোসেন (মোফা) এবং খালা ওই একই এলাকার মাসুরা বেগমকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাই রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আসামি রেজাউল করিমের দেওয়া তথ্যমতে জাহিদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’
প্রসঙ্গত গত রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্কুলশিক্ষার্থী জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাহিদুল নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত শনিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জাহিদুল।

নাটোরের বাগাতিপাড়ায় খুন হওয়া সেই এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলামের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিকার ভাই রেজাউল করিমের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকার একটি ডোবা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে—নিহত জাহিদুলের প্রেমিকা, প্রেমিকার ভাই রেজাউল করিম (২০), তাদের বাবা মোবারক হোসেন (৪০) এবং খালা মাসুরা বেগমকে (৩০)।
নিহত স্কুলশিক্ষার্থী জাহিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। গত রোববার সকালে কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহিদুলের পরিবারের দাবি ছিল—প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয়েছে। পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনের (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। রিয়ার পরিবারের লোকজন মিলেই তাকে হত্যা করেছে।
বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ গতকাল সোমবার ওই কিশোরীকে থানায় নেয়। জিজ্ঞাসাবাদ পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বয়স বিবেচনায় রাজশাহীর সেফ কাস্টডিতে পাঠায়। তার দেওয়া তথ্যমতে কিশোরীর ভাই নাটোর সদরের মোহনপুর এলাকার রেজাউল করিম (২০) ও বাবা মোবারক হোসেন (মোফা) এবং খালা ওই একই এলাকার মাসুরা বেগমকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাই রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আসামি রেজাউল করিমের দেওয়া তথ্যমতে জাহিদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’
প্রসঙ্গত গত রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্কুলশিক্ষার্থী জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাহিদুল নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত শনিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জাহিদুল।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২০ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে