
ভোটের ডামাডোলে ব্যস্ত সবাই। এমন সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছিল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ পেয়ে এই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
আজ বুধবার এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার এই পরীক্ষা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে সেদিনই গোদাগাড়ীর চাপাল গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, মেধার মূল্যায়ন না করে টাকার বিনিময়ে এই নিয়োগ দেওয়া হচ্ছে।
মাহবুবুর রহমান অভিযোগে উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি এই স্কুলের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে পদটি শূন্য হয়। এরপর কিছু প্রভাবশালী ব্যক্তি স্কুল কমিটির সভাপতি শাহ মোহাম্মদকে নিয়োগের জন্য চাপ দিতে থাকেন। চাপে পড়ে অসুস্থ শাহ মোহাম্মদ পদত্যাগ করেন। পরে কমিটির এক সদস্যকে সভাপতি বানিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়োগের জন্য নিজেদের পছন্দের ব্যক্তিদের আবেদন করানো হয়েছে। মেধা নয়, টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও এই অভিযোগে দাবি করা হয়।
স্থানীয় একটি সূত্র দাবি করেছে, স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির শেষ সময়ে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে তিনিই চাপ দিয়েছিলেন। তবে নিয়োগ কমিটির কেউ বিষয়টি স্বীকার করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম বলেন, ‘এক ব্যক্তি শিক্ষা বোর্ডে এই নিয়োগের বিষয়ে অভিযোগ করেন। শিক্ষা বোর্ড তখন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে। সে অনুযায়ী ইউএনও আমাকে নিয়োগ স্থগিত রাখতে বলেন। আমি এই নির্দেশনা স্কুল কর্তৃপক্ষ ও নিয়োগ কমিটির সদস্যদের জানিয়ে দিয়েছি।’
নিয়োগ কমিটির সদস্য রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন, ‘টাকা নিয়ে নিয়োগ দেওয়া হবে এটা কি আগাম জানা যায়? যিনি অভিযোগ করেছেন, তিনি জানলেন কীভাবে? এটা কোনো কথা নয়। আসলে নির্বাচনের মাঝে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ীর ইউএনও আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অভিযোগের অনুলিপি পেয়েছিলাম। তাতে দেখেছি যে, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ করা হয়েছে। শিক্ষা বোর্ডে এ নিয়ে অভিযোগ হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দেখবে। আপাতত নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।’

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৯ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে