রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়। পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত ও হারুন গ্রুপের কর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা পিছু হটেন।
এদিকে এ ঘটনার ১০ মিনিট পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম গ্রুপ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে লিয়াকত-হারুন গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলনকক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমারি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই, তখন সরকারদলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘একটি স্বার্থান্বেষী (দলীয়) মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। আমরা তাঁদের বলি, আসেন এক সঙ্গে রাজনীতি করি, আলোচনা করি। কিন্তু তাঁরা তাঁদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে আজ।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়। পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত ও হারুন গ্রুপের কর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা পিছু হটেন।
এদিকে এ ঘটনার ১০ মিনিট পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম গ্রুপ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে লিয়াকত-হারুন গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলনকক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমারি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই, তখন সরকারদলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘একটি স্বার্থান্বেষী (দলীয়) মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। আমরা তাঁদের বলি, আসেন এক সঙ্গে রাজনীতি করি, আলোচনা করি। কিন্তু তাঁরা তাঁদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে আজ।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৯ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে